ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আকাশ আগের তুলনায় বেশি পরিষ্কার থাকবে। শহরের বাইরে গ্রামের আকাশে তারার উপস্থিতি বাড়বে। রাত ১০টা থেকে মধ্যরাত পেরিয়ে দিবাগত রাত ৩টা পর্যন্ত আকাশে বিচিত্র সব চমক দেখা যাবে। এ সপ্তাহের আকাশে যা যা দেখা যাবে, সেগুলো দেখে নেওয়া যাক।

২২ ফেব্রুয়ারি

সন্ধ্যার পর থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত শুক্র গ্রহ স্পষ্টভাবে দেখা যাবে। এ ছাড়া মঙ্গল গ্রহ দিবাগত রাত ৩টা ৫৪ মিনিট পর্যন্ত ও বৃহস্পতি গ্রহ দিবাগত রাত ১টা ১১ মিনিট পর্যন্ত দেখা যাবে আকাশে। শনি গ্রহ ও ইউরেনাস আকাশে দেখা গেলেও বেশ কষ্ট হবে দেখতে। অন্যদিকে নেপচুন গ্রহ আকাশে থাকলেও সন্ধ্যা ৭টা ৪৪ মিনিট পর্যন্ত দেখতে অনেক কষ্ট হবে। বৃহস্পতি গ্রহের পাশে টাওরাস নামের তারকা দেখা যাবে। ঠিক রাত ১১টা ৬ মিনিটে টাওরাসের কিছুটা দূরে বিটেলগেউস নামের ওরিয়ন তারকাপুঞ্জের উজ্জ্বল তারকার অবস্থান থাকবে। তার কিছুটা দূরে লুব্ধক বা সিরিয়াস এ তারকা দেখা যাবে।

২৩ ফেব্রুয়ারি

রাত ৮টা ৩০ মিনিট ঠিক মাঝখানে উজ্জ্বলভাবে শুক্র গ্রহ অবস্থান করবে। দিবাগত রাত ১টা ৭ মিনিটে বৃহস্পতি গ্রহ ও দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে মঙ্গল গ্রহ ঠিক মধ্য আকাশে অবস্থান করবে।

২৪ ফেব্রুয়ারি

আকাশে স্পষ্টভাবে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দেখা যাবে।

২৫ ফেব্রুয়ারি

আকাশে রাত আটটার পরে শুক্র, মঙ্গল ও বৃহস্পতি গ্রহ একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখা যাবে। এদিন রাত ১১টা ৬ মিনিটে বৃহস্পতি গ্রহের ঠিক ওপরে মঙ্গল গ্রহের অবস্থান দেখা যাবে।

২৬ ফেব্রুয়ারি

এদিন পশ্চিমাকাশে স্পষ্টভাবে মঙ্গল গ্রহ দিবাগত রাত ৩টা ৩৮ মিনিট পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাবে। রাত ৮টা ৪৭ মিনিটে ঠিক মধ্য আকাশে মঙ্গল গ্রহের অবস্থান দেখা যাবে।

২৭ ফেব্রুয়ারি

রাত ১১টা ৬ মিনিটে পূর্বের আকাশে আর্কটুরাস, দক্ষিণ–পশ্চিম আকাশে সিরিয়াসে এই তারকার অবস্থান থাকবে।

২৮ ফেব্রুয়ারি

এদিন রাত ৯টায় মঙ্গল গ্রহ উত্তর আকাশে ও ৮টা ৩০ মিনিটে বৃহস্পতি গ্রহ উত্তর–পশ্চিম আকাশে অবস্থান করবে। পশ্চিম আকাশে টাওরাস ও বৃহস্পতি গ্রহের অবস্থান কাছাকাছি থাকবে রাত ১১টার পরে।

সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ ও স্কাই ম্যাপস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র অবস থ ন অবস থ ন ক র ত ১১ট

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’

ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।

সম্পর্কিত নিবন্ধ