সাকিব জানিয়েছেন, প্রিমিয়ার লিগে খেলতে চান না
Published: 23rd, February 2025 GMT
আগের দিন ঘটা করেই সাকিব আল হাসানকে দলে নেওয়ার কথা জানিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। পরে আনুষ্ঠানিকভাবে ঢাকা প্রিমিয়ার লিগে তাঁর দলবদলের কথা জানায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিসও (সিসিডিএম)। তবে একদিন পরই সাকিবের নাম প্রত্যাহারের জন্য আবেদন করেছে রূপগঞ্জ।
এর আগে বিপিএলের জন্য চিটাগং কিংসে নাম লেখালেও খেলতে পারেননি সাকিব। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশেই ফিরতে পারছেন না তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে মিরপুর থেকে টেস্টকে বিদায় বলতে চেয়েও সেটি পারেননি। এর মধ্যে তার বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ ও পরে নিষিদ্ধ হয়।
সাকিব আল হাসান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন