Samakal:
2025-09-18@15:20:00 GMT

কোহলি-আইয়ারে ছুটছে ভারত

Published: 23rd, February 2025 GMT

কোহলি-আইয়ারে ছুটছে ভারত

টপ-মিডল ও লোয়ার অর্ডরে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়ে ২৪১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। জবাবে ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল ফিরলেও নির্ভার ব্যাটিং করছেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার।  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় এই ম্যাচে ভারত ৩৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৯৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা বিরাট কোহলি ৬৭ রান করেছেন। তার সঙ্গী শ্রেয়াস আইয়ার ৪৩ রানে খেলছেন।

শুভমন গিল ৫২ বলে ৪৬ রান করে ফিরেছেন। সাতটি চারের শট খেলেছেন তিনি। রোহিত শর্মা ১৫ বলে তিন চার ও এক ছক্কায় ২০ রান করে ফিরেছেন।

এর আগে পাকিস্তানের হয়ে বাবর ২৩ রানের ইনিংস খেলেন। রিজওয়ান ৭৭ বলে ৪৬ রান করে আউট হন। সৌদ শাকিল ৭৬ বলে ৬২ রান করেন। লোয়ারে খুশদীল শাহ ৩৯ বলে দুই ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলেন।

ভারতের হয়ে লেগ স্পিনার কুলদীপ যাদব দারুণ বোলিং করেছেন। চায়নাম্যান এই স্পিনার ৯ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হার্ডিক পান্ডিয়া ৮ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট দখল করেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর উদ্যোগ

বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করার জন্য জাপানের রিভাইভাল নামক একটি প্রতিষ্ঠান ২৪৫ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এই উদ্যোগে রিভাইভালের সাথে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের ইকোমিলি। সরকার এই যৌথ বিনিয়োগে সম্মতি দিয়েছে এবং ত্রিপক্ষীয় চুক্তি সাক্ষরের অপেক্ষায় রয়েছে, যেখানে রিভাইভাল, জনতা ব্যাংক ও বেক্সিমকো অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিকভাবে ১৫টি কারখানা চালুর চেষ্টা চলছে। বুয়েট ইনভেস্টমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে আরও ১০ কোটি ডলার ঋণের ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত নিবন্ধ