Samakal:
2025-11-03@11:16:45 GMT

কোহলি-আইয়ারে ছুটছে ভারত

Published: 23rd, February 2025 GMT

কোহলি-আইয়ারে ছুটছে ভারত

টপ-মিডল ও লোয়ার অর্ডরে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়ে ২৪১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। জবাবে ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল ফিরলেও নির্ভার ব্যাটিং করছেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার।  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় এই ম্যাচে ভারত ৩৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৯৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা বিরাট কোহলি ৬৭ রান করেছেন। তার সঙ্গী শ্রেয়াস আইয়ার ৪৩ রানে খেলছেন।

শুভমন গিল ৫২ বলে ৪৬ রান করে ফিরেছেন। সাতটি চারের শট খেলেছেন তিনি। রোহিত শর্মা ১৫ বলে তিন চার ও এক ছক্কায় ২০ রান করে ফিরেছেন।

এর আগে পাকিস্তানের হয়ে বাবর ২৩ রানের ইনিংস খেলেন। রিজওয়ান ৭৭ বলে ৪৬ রান করে আউট হন। সৌদ শাকিল ৭৬ বলে ৬২ রান করেন। লোয়ারে খুশদীল শাহ ৩৯ বলে দুই ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলেন।

ভারতের হয়ে লেগ স্পিনার কুলদীপ যাদব দারুণ বোলিং করেছেন। চায়নাম্যান এই স্পিনার ৯ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হার্ডিক পান্ডিয়া ৮ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট দখল করেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ