Samakal:
2025-05-01@02:45:44 GMT

ভিনি-মডরিচে জয় রিয়ালের

Published: 23rd, February 2025 GMT

ভিনি-মডরিচে জয় রিয়ালের

গোলে সহায়তা দিলেও জালের দেখা পাচ্ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র। লা লিগায় গোল খরা ছিল আরও প্রকট। জিরোনার বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গোল পেয়েছেন ওই ভিনি। তার আগে দুর্দান্ত এক শটে জালে বল পাঠান বুড়ো লুকা মডরিচ। রিয়ালও পেয়েছে ২-০ গোলের জয়। 

বার্নাব্যুতে প্রথমার্ধের শেষ সময়ে লিড নেয় রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর কর্ণার থেকে নেওয়া কিক ফিরে বক্সের বাইরে থাকা লুকার কাছে আসে। বুকে বল ধরে দুর্দান্ত এক ভলি করেন ক্রোয়াট ৩৯ বছর বয়সী মিডফিল্ডার। লাফিয়ে পড়েও ওই শট ফেরানোর সাধ্য হয়নি জিরোনা গোলরক্ষকের। 

দ্বিতীয়ার্ধে গোল শোধ করার চেষ্টা চালাচ্ছিল গত মৌসুমে সেরা চারে লিগ মৌসুম শেষ করা জিরোনা। রিয়াল মাদ্রিদও ডাবলের খোঁজে ছিল। লেফট উইঙ্গ দিয়ে দারুণ খেলা ভিনি ও সেন্ট্রাল স্ট্রাইকার পজিশনে খেলা এমবাপ্পে একাধিক সুযোগও তৈরি করেন। ৮৩ মিনিটে ভিনির পা থেকে আসে স্বস্তির ওই গোল।  

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ