‘ও সহজে হার মানবে না’, ছেলে প্রসঙ্গে আমির খান
Published: 24th, February 2025 GMT
বলিউড তারকা আমির খানের পুত্র জুনাইদ খানের সদ্য বড় পর্দায় অভিষেক হয়েছে। বেশ ধুমধাম করে অভিষেক হয়েছিল এই তারকা–পুত্রের। ছেলের ছবির প্রচারণার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আমির। তাই ছবির ট্রেলার মুক্তি থেকে বিশেষ প্রদর্শনী; সব জায়গায়ই হাজির ছিলেন তিনি। কিন্তু এত কিছু করেও জুনাইদের অভিষেক ছবি ডাহা ফ্লপ হয়েছে। সম্প্রতি এ বিষয়ে নিজের কষ্টের কথা জানিয়েছেন আমির।
জুনাইদের সঙ্গে বড় পর্দায় অভিষেক হয়েছে আরেক তারকা–সন্তানের। আর তিনি হলেন শ্রীদেবী ও বনি কাপুরের কনিষ্ঠ কন্যা খুশি কাপুর। অদ্ভেত চন্দন পরিচালিত রোমান্টিক কমেডি ছবি ‘লাভইয়াপা’র মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন জুনাইদ ও খুশি। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই জুটিকে ঘিরে দারুণ উন্মাদনা ছিল।
একদিকে ছেলের ছবির প্রচারণার কাজে আমির যেমন এগিয়ে এসেছিলেন, অন্যদিকে শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরও ছোট বোনের ছবির প্রচার করেছেন জোর কদমে। কিন্তু তা-ও ছবিটি হলে দর্শক টানতে চূড়ান্ত ব্যর্থ।
খুশি কাপুর, আমির খান ও জুনাইদ খান। এএনআই.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অপেক্ষায় সৌমি
শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে।