‘ও সহজে হার মানবে না’, ছেলে প্রসঙ্গে আমির খান
Published: 24th, February 2025 GMT
বলিউড তারকা আমির খানের পুত্র জুনাইদ খানের সদ্য বড় পর্দায় অভিষেক হয়েছে। বেশ ধুমধাম করে অভিষেক হয়েছিল এই তারকা–পুত্রের। ছেলের ছবির প্রচারণার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আমির। তাই ছবির ট্রেলার মুক্তি থেকে বিশেষ প্রদর্শনী; সব জায়গায়ই হাজির ছিলেন তিনি। কিন্তু এত কিছু করেও জুনাইদের অভিষেক ছবি ডাহা ফ্লপ হয়েছে। সম্প্রতি এ বিষয়ে নিজের কষ্টের কথা জানিয়েছেন আমির।
জুনাইদের সঙ্গে বড় পর্দায় অভিষেক হয়েছে আরেক তারকা–সন্তানের। আর তিনি হলেন শ্রীদেবী ও বনি কাপুরের কনিষ্ঠ কন্যা খুশি কাপুর। অদ্ভেত চন্দন পরিচালিত রোমান্টিক কমেডি ছবি ‘লাভইয়াপা’র মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন জুনাইদ ও খুশি। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই জুটিকে ঘিরে দারুণ উন্মাদনা ছিল।
একদিকে ছেলের ছবির প্রচারণার কাজে আমির যেমন এগিয়ে এসেছিলেন, অন্যদিকে শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরও ছোট বোনের ছবির প্রচার করেছেন জোর কদমে। কিন্তু তা-ও ছবিটি হলে দর্শক টানতে চূড়ান্ত ব্যর্থ।
খুশি কাপুর, আমির খান ও জুনাইদ খান। এএনআই.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সায়েমের অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের জয়ে শুরু
জয়ের ধারাবাহিকতায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় শেষ টি-টোয়েন্টি জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতেও জয় পেয়েছে তারা।
অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের জয়ের নায়ক সায়েম আইয়ুব। তার ৩৮ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান লাডারহিলে ৬ উইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেননি। দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়ে সায়েম ২০ রানে ২ উইকেট নেন। ১৪ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতে শাহিবজাদা ফারহানের উইকেট হারায়। ১২ বলে ১৪ রান করে আউট হন ডানহাতি ব্যাটসম্যান। তিনে নেমে ফখর সায়েমকে সঙ্গ দেন। দুজন ৮১ রানের জুটি গড়েন। এ সময়ে ফখর ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন। বাকি রান আসে সায়েমের ব্যাটে। এ সময়ে তিনি তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। হোল্ডারের বলে এলবিডব্লিউ হলে থেমে যায় তার ইনিংস।
এরপর হাসান নওয়াজের ১৮ বলে ২৪, সালমান আগার ১০ বলে ১১, ফাহিম আশরাফের ৯ বলে ১৫ রানে পাকিস্তান লড়াকু পুঁজি পায়। শেষ দিকে ১ বল খেলার সুযোগ পান হারিস। ছক্কায় উড়িয়ে পাকিস্তানের শেষটা ভালো করেন তিনি।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা ছিলেন শামার জোসেফ। ৩০ রানে নেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর হঠ্যাৎ ছন্দপতন। ৫ রান পেতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওই ধাক্কার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। জনসন চার্লস ও জুয়েল অ্যান্ড্রু ৩৫ রানের দুটি ইনিংস খেলেন। শেই হোপ (২), গুদাকেশ মোটি (০), শেফরন রাদারফোর্ড (১১) ও রস্টন চেজ (৫) দ্রুত আউট হন। শেষ দিকে পরাজয়ের ব্যবধান কমান হোল্ডার ও জোসেফ। হোল্ডার ১২ বলে ৪ ছক্কায় ৩০ রান করেন। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন জোসেফ ।
পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা ছিলেন হাসান নওয়াজ। ২৩ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সায়েমের ২ উইকেট বাদে ১টি করে উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ঢাকা/ইয়াসিন