কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাগানের চা শ্রমিকের কন্যাসন্তান পূর্ণিমা রেলীর হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে স্থানীয়রা। সোমবার বিদ্যালয়ের শিক্ষার্থী ও চা শ্রমিক জনগোষ্ঠী দাবি উত্থাপন করে।
এদিন বিদ্যালয়ের শিক্ষার্থী ও চা শ্রমিকরা শমশেরনগর চা বাগানের চাতলাপুর রোডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে। কর্মসূচি থেকে বক্তারা ওই নৃশংস হত্যাকাণ্ডের আসামিদের সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
শমশেরনগর চা বাগানের ৬ নম্বর শ্রমিক বস্তির চা শ্রমিক আপ্পানা রেলীর মেয়ে পূর্ণিমা রেলী গরু আনতে গিয়ে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হয়। পরদিন সকালে চা বাগানের লেকের ধারে তার গলা ও হাতের কবজি কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার ১৭ দিন পর ২২ ফেব্রুয়ারি দিবস রেংগেট এবং ২৩ ফেব্রুয়ারি উজ্জ্বল বাউরি প্রকাশ ডনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, আসামি দিবস ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতে পূর্ণিমা রেলীকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
চা শ্রমিক ইউনিয়ন নেতা নির্মল দাস পাইনকার সভাপতিত্বে ও শিক্ষক গোপাল গোয়ালার পরিচালনায় বক্তব্য দেন চা শ্রমিক নেতা আব্দুল আহাদ, সাবেক ইউপি সদস্য সীতারাম বীন, শিক্ষক মনি গোয়ালা, ইউপি সদস্য ইয়াকুব আলী, প্রমুখ। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।

ঢাকা/শহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ