মিক্সড জোনে মিরাজের মিশ্র প্রতিক্রিয়া
Published: 25th, February 2025 GMT
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের প্রেসবক্স দেখে অবাক মেহেদী হাসান মিরাজ। এত বড় আর এত সুন্দর প্রেসবক্স, মাঠটাও এত ভালো দেখা যায় এখান থেকে! এসব বলতে বলতে মিরাজের মুগ্ধতা গড়াল রসিকতায়, ‘এজন্যই তো আপনারা লিখতে পারেন ও ভালো ব্যাটিং করে নাই, ও ভালো বোলিং করে নাই, ওর এই সমস্যা…।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলিয়ে দিতে মিরাজকে মিক্সড জোনে নিয়ে এসেছিলেন বাংলাদেশ টিম ম্যানেজার রাবীদ ইমাম। রাওয়ালপিন্ডির সুসজ্জিত প্রেসবক্স নিয়ে তাঁর কথা, ‘এই প্রেসবক্সে বসে যদি আপনারা গত বছরের টেস্ট সিরিজটা কাভার করতেন, তাহলে বেশি ভালো লাগত।’
রাওয়ালপিন্ডির মাঠে গত বছরের আগস্টে টেস্ট সিরিজে পাকিস্তানকে ২–০তে হারিয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি তাজা থাকতে থাকতেই কাল একই মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশের বিদায় ঘটে গেছে। মিক্সড জোনে মিরাজের কথায় তাই মিশ্র প্রতিক্রিয়া। একবার ফিরে যান গত বছরের টেস্ট সিরিজে, আরেকবার ফিরে আসেন নিউজিল্যান্ডের সঙ্গে ৫ উইকেটে হারা ম্যাচে।
সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে মিরাজ হেঁটে গেলেন প্রেসবক্সের বাইরের দেয়াল ঝুলানো পিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডের দিকে। অনেকগুলো বোর্ডের মধ্যে তিনি এগিয়ে গেলেন বিশেষ একটির দিকে। গত আগস্টের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নিয়েছিলেন মিরাজ। সেই সূত্রে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম আছে তাঁরও। কাছে গিয়ে এই মাঠে ৫ উইকেট পাওয়া বোলারদের তালিকায় নিজের নামটি দেখে একটু যেন স্মৃতিকাতর হলেন তিনি, ‘ও…এখানে…সেই টেস্টটা…।’
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম আছে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের নামও.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প র সবক স
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে