অঙ্ক কষার সুযোগটা বাংলাদেশের জন্য শেষ হয়ে গেছে। ‘এ’ গ্রুপ থেকে কারা যাচ্ছেন চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে, তা–ও নিশ্চিত হয়ে গেছে। তবে ‘বি’ গ্রুপ থেকে কারা উঠবে সেমিফাইনালে, সেটি অনুমান করা এখনো কঠিন। চারটি দলই মাত্র একটি করে ম্যাচ খেলায় সমীকরণটা জটিলই রয়ে গেছে।

এই গ্রুপে প্রথম ম্যাচ জেতা দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা আজ। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। কিন্তু এই প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টির বাধায় টসও হতে পারেনি। শেষ পর্যন্ত যদি ম্যাচ পরিত্যক্তই হয়, তাহলে সমীকরণটা কেমন দাঁড়াবে?

ম্যাচটি পরিত্যক্ত হলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, দুই দলেরই পয়েন্ট হবে ৩ করে। সে ক্ষেত্রে আগামীকালের ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যারা হারবে, তারা বাদ পড়ে যাবে। প্রথম ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে ও আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে হারায় পয়েন্ট শূন্য। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে জিতলে যে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে যাবে, সেটা তো  জানাই। আজকের ম্যাচটি যদি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় এবং গ্রুপের শেষ দুটি ম্যাচও পরিত্যক্ত হয়, তখনো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই শেষ চারে যাবে।  

আরও পড়ুনমিক্সড জোনে মিরাজের মিশ্র প্রতিক্রিয়া৩ ঘণ্টা আগে


আজকের ম্যাচটি পরিত্যক্ত হলে ও শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা হারে তবে আগামীকালের ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যারা জিতবে, তারা শেষ ম্যাচটি জিতলে উঠে যাবে শেষ চারে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ