চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক পাকিস্তান এক ম্যাচ হাতে রেখে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। 

এর আগে ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেয় পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বে ভালো ক্রিকেট খেলতে পারেনি দলটি। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েষ্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপেও গ্রুপ পর্বে বিদায় নিতে হয় পাকিস্তানের। 

ধারাবাহিক পাকিস্তান ক্রিকেটের এমন অধঃপতনে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ-এর (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক জেলে বসেও পাকিস্তান ক্রিকেটের ধ্বংস টের পাচ্ছেন। এজন্য পিসিবির অব্যবস্থাপনাকে দায়ী করেছেন তিনি। 

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড প্রাপ্ত ইমরান খান টিভিতে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখেছেন। মঙ্গলবার জেল গেটের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান ইমরানের বোন আলিমা খান। তার ভাষ্যে, ইমরান খান বলেছেন, ‘পাকিস্তন ক্রিকেটের সর্বত্র পছন্দের ব্যক্তি বসানো হয়েছে। তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এভাবে চললে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে যাবে।’  

আলিমার ভাষ্যে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে, উনি ক্রিকেট সম্পর্কে কতটা অভিজ্ঞ।’ পিটিআই-এর মহাসচিব সালমান আকরাম জানান, পাকিস্তানের খেলা দেখে ইমরান খান দুঃখ পেয়েছেন। সালমান বলেন, ‘ক’বছরের মধ্যেই পাকিস্তানে ক্রিকেটটাকে তামাশায় পরিণত হয়েছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইমর ন খ ন ইমর ন খ ন

এছাড়াও পড়ুন:

মিরপুর বিসিআইসি কলেজে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে মিরপুর বিসিআইসি কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মিরপুর শাখার অধীনে পরিচালিত এই বুথটি কলেজের জন্য সকল ফি জমা নেয়াসহ শিক্ষক ও কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধা প্রদান করবে।

সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান এবং মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মো. তৌহিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর বিসিআইসি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাকির হোসেন তালুকদার, এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন তৌফিক হাসান, এবি ব্যাংকের পে-রোল ও স্কুল ব্যাংকিং প্রধান ফিদা হাসান শাহেদ, এবং এবি ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ