ডুবলিকেট নয়, সাচ্চা কর্মী দরকার : সজল
Published: 26th, February 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যুবদলটা করি। আর আপনারা দীর্ঘ ১৫টি বছর ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। আপনাদেরকে সবার আগে মূল্যায়ন করতে হবে।
রাজপথে ত্যাগী নেতাকর্মীদের রেখেই আগামীতে কমিটি গঠন করা হবে। আমাদের সাচ্চা কর্মী দরকার আমার ডুবলিকেট কোন কর্মীর দরকার নাই। আর এই কমিটিতে ফ্যাসিস শেখ হাসিনার দোসরদের জায়গা দিবেন না।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাঁখার আওতাধীন বন্দর থানা ২৫নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় বন্দরের উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুর রহমান ও মাহবুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মীসভার আয়োজন করা হয়।
তিনি বলেন, আমরা চাইলে পাঁচশ ও এক হাজার লোক নিয়ে কিন্তু আজকের এই কর্মী সভা করতে পারতাম কিন্তু তা না করে আমরা কিন্তু অল্প সংখ্যক নেতাকর্মী সভা করেছি। কারন আমার হাজার হাজার নেতাকর্মী দরকার নাই আমার ২০ জন হলেই যথেষ্ট। তারাই আগামী দিনে হাজার হাজার নেতাকর্মী তৈরি করবে। আগামী দিনে আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের সংস্কারের উদ্যোগ নিয়েছে তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে কমিটি গঠন করতে হবে।
সেই কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের যে প্রার্থী হবে তার পক্ষে গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে এবং সেই ভোটের মাধ্যমেই বিএনপিকে বিজয়ী করে ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, ২৫ নং ওয়ার্ডের মাসুদ আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা এরা কিন্তু নকল সোনা না খাঁটি সোনা। এবং তাদের কি দায়িত্ব দেয়া হবে যারা যুবদলের প্রকৃত কর্মী রাজপথের নেতা তাদেরকে বের করে নিয়ে আসবে তারা।
তাদের মতামতের ভিত্তিতে আগামী দিনে ২৫ নং ওয়ার্ড যুবদলের কমিটি দেওয়া হবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে নেতা কম হোক প্রয়োজনে কর্মী বেশি হবে। নেতা বেশি হলে নেতাদের ভিতরে ওই ফ্যাসিবাদী ও জাতীয় পার্টির দোসরা পদ নেওয়ার জন্য এখানে ঢুকে যেতে পারে। সুতরাং সেই সুযোগ দেওয়ার প্রয়োজন নাই।
প্রয়োজনে ১৫জন নেতৃত্ব দিবে। তারা বের করে আনবে এই অঞ্চলে কোন পরিবারের ছেলেটা ভালো ও কোন পরিবারের ছেলেরা ফ্যাসিস হাসিনার দোসরদের সঙ্গে জড়িত ছিল না। আমাদের বেশি নেতার প্রয়োজন নাই। প্রয়োজনে তিনজনে নেতৃত্ব দিবে।
আমি একটি কত স্পষ্ট ভাবে বলতে চাই যারা প্রকৃত নেতাকর্মী তারা অবশ্যই মূল্যায়ন হবেন। যারা রাজপথে কাজ করেছেন তাদেরকে কমিটিতে যে মূল্যায়ন করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ একটি কর্মী তার পরিবারকে ফেলে নিজের জীবন বাজি রেখে দীর্ঘ সাড়ে ১৫টি বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে।
সুতরাং আপনাদের অবমূল্যায়ন করার কোন সুযোগ নাই। আমরা তার যোগ্যতা অনুযায়ী তাকে মূল্যায়ন করব।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড.
এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন বন্দর থানার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ র য বদল র ন ত কর ম ল ইসল ম র রহম ন আম দ র র জপথ দরক র
এছাড়াও পড়ুন:
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর উপজেলা বিএনপির আওতাধীন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেল চারটায় কলাগাছিয়া ইউনিয়নের আলতাফ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দের কাছে তুলে দেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এড. মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, সহ- সভাপতি দিদার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।