৫ আগস্টে অভ্যুত্থানের পেছনের নায়ক ছিলেন তারেক রহমান: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান
Published: 26th, February 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আইনজীবী আহমেদ আযম খান বলেছেন, ‘৫ আগস্টের যে ঐতিহাসিক অভ্যুত্থান হয়েছিল, তার পেছনের নায়ক ছিলেন তারেক রহমান। ছাত্রদল নেতাদের তারেক রহমান ওই সময় নির্দেশ দিয়েছিলেন, “তোমরা ছাত্রদলের ব্যানারে আন্দোলন-মিছিল করবে না। তোমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের পেছনে থেকে আন্দোলন করবে।” ওই আন্দোলনের মূলশক্তি ছিল ছাত্রদল। গত ১৭ বছরে বিএনপি নেতাদের খুন, গুম, জেল-জুলুম অত্যাচার-নির্যাতনের ফসল হচ্ছে ৫ আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থান।’
আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজে (প্রস্তাবিত) নবীনবরণ উৎসবে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানটির আগের নাম ছিল সরকারি মুজিব কলেজ।
ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন বিষয়ে আহমেদ আযম খান বলেন, ‘ছাত্ররা কোনো রাজনৈতিক দল করছে না, আমার কথা পরিষ্কার। রাজনৈতিক দল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কিছু সমন্বয়ক, তারা সাবেক ছাত্র, বর্তমানে তারা ছাত্র নয়।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘মার্সিডিজ উপঢৌকন নিয়ে, হেলিকপ্টারে ঘুরে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে। রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে।’
কলেজের নবীন বরণ উৎসবের উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হেলাল উদ্দিন। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগ: কোথায় হবে ২০২৮ ও ২০২৯ সালের ফাইনাল
ইউরোপের সেরা ক্লাবগুলোর লড়াই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল মানেই তো এক বিরাট উৎসব। আর সেই উৎসবের মঞ্চ হতে পারাটাও বিশাল ব্যাপার। উয়েফার এক বিবৃতিতে জানা গেছে, ২০২৮ সালে আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে বায়ার্ন মিউনিখের মাঠে। তার ঠিক পরের বছর, অর্থাৎ ২০২৯ সালের ফাইনালের আয়োজক হওয়ার দৌড়ে মুখোমুখি লন্ডন স্টেডিয়ামের ওয়েম্বলি ও বার্সেলোনার নবসাজে সজ্জিত ক্যাম্প ন্যু স্টেডিয়াম।
ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সদস্য দেশগুলোর মধ্যে যেসব সংস্থা ফাইনাল আয়োজনের আগ্রহ দেখিয়েছে, সেই তালিকা তৈরি হয়েছে। যে তালিকা থেকেই বোঝা যাচ্ছে, দীর্ঘদিন ধরে যে গুঞ্জন ছিল—নিউইয়র্কে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে, তা অন্তত ২০৩০ সালের আগে হচ্ছে না।
২০২৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক হওয়ার জন্য একমাত্র প্রার্থী মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা