নির্বাচন কবে হবে জানতে চেয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত
Published: 27th, February 2025 GMT
বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় বাংলাদেশের নির্বাচন কবে হবে, তা জানতে চান ফ্রান্সের রাষ্ট্রদূত।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ফ্রান্সের রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপট কী, নির্বাচন কবে হতে পারে। বিএনপি নির্বাচন নিয়ে কী ভাবছে–তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, জনগণ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। এটিতে একটি জনমত সৃষ্টি হয়েছে। মানুষ ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করতে চায়।
তিনি আরও বলেন, ফ্রান্সের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সার্বিক আলোচনা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মহান মে দিবসে কাজে ব্যস্ত বিভিন্ন পেশার শ্রমিকেরা
ছবি: সাজিদ হোসেন