আইপিএল খেলতে বিশ্রাম, জবাব দিলেন স্টার্ক
Published: 27th, February 2025 GMT
মূল দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসতে পারেনি অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন মিশেল স্টার্ক। প্যাট কামিন্স ইনজুরিতে আছেন। তিনি ঝুঁকি নেননি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার। জস হ্যালজউডও একই পথে হেঁটেছেন। বড় টুর্নামেন্টের আগে অবসর নিয়েছেন মার্কোস স্টইনিস।
অজি ক্রিকেটাররা ফিট থেকে আইপিএল খেলতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কামিন্স-হ্যালজউডের ইনজুরির বিষয়টিও তাও মানা যায়। কিন্তু স্টার্কের ব্যক্তিগত কারণ ও স্টইনিসের হুট করে অবসর যেন মানা যাচ্ছে না।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্টার্ক। জানিয়েছেন, তার কিছু ব্যক্তিগত কারণ ছিল। এছাড়া গোড়ালির ব্যথা নিয়ে তিনি খেলছিলেন। যে কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ফিট হতে বিশ্রাম নিয়েছেন। অস্ট্রেলিয়া আগামী ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে।
স্টার্ক বলেন, ‘অনেকগুলো ভিন্ন ভিন্ন কারণ আছে (বিশ্রামের)। কিছু ব্যক্তিগত দিকও ছিল। টেস্ট সিরিজে আমার গোড়ালিতে ব্যথা ছিল। তা থেকে আমার সেরে ওঠা জরুরি। সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে। হ্যা, সামনে আইপিএলও আছে।’
স্টার্ক জানিয়েছেন, আইপিএল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তার মাথায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ঘুরছে। প্রথমবার অল্পের জন্য ফাইনাল মিস করেছিলেন তারা। এরপর এটাকে সিরিয়াস নিয়েছেন। এবারের ফাইনাল জিততে চান। যে কারণে পুরোপুরি ফিট হতে চান তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ট স ট চ য ম প য়নশ প র র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়
ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়ককে বিদায় জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
আরো পড়ুন:
সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি
স্কুল ভবনে ক্লাস চলাকালে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান
আয়োজকরা জানান, দীর্ঘদিন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সম্প্রতি তারা অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষক আজিবর রহমান বলেন, ‘‘দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি। চলার পথে কোনো ভুল-ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। চাকরি জীবন শেষে এমন সংবর্ধনা পাব কল্পনাও করিনি। এ জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’ এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ‘‘চাকরি জীবনে সবাইকেই অবসর নিতে হবে। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানিয়েছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে তাদের দুজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।’’
ঢাকা/সোহাগ/রাজীব