মূল দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসতে পারেনি অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন মিশেল স্টার্ক। প্যাট কামিন্স ইনজুরিতে আছেন। তিনি ঝুঁকি নেননি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার। জস হ্যালজউডও একই পথে হেঁটেছেন। বড় টুর্নামেন্টের আগে অবসর নিয়েছেন মার্কোস স্টইনিস। 

অজি ক্রিকেটাররা ফিট থেকে আইপিএল খেলতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কামিন্স-হ্যালজউডের ইনজুরির বিষয়টিও তাও মানা যায়। কিন্তু স্টার্কের ব্যক্তিগত কারণ ও স্টইনিসের হুট করে অবসর যেন মানা যাচ্ছে না। 

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্টার্ক। জানিয়েছেন, তার কিছু ব্যক্তিগত কারণ ছিল। এছাড়া গোড়ালির ব্যথা নিয়ে তিনি খেলছিলেন। যে কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ফিট হতে বিশ্রাম নিয়েছেন। অস্ট্রেলিয়া আগামী ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে।

স্টার্ক বলেন, ‘অনেকগুলো ভিন্ন ভিন্ন কারণ আছে (বিশ্রামের)। কিছু ব্যক্তিগত দিকও ছিল। টেস্ট সিরিজে আমার গোড়ালিতে ব্যথা ছিল। তা থেকে আমার সেরে ওঠা জরুরি। সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে। হ্যা, সামনে আইপিএলও আছে।’ 

স্টার্ক জানিয়েছেন, আইপিএল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তার মাথায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ঘুরছে। প্রথমবার অল্পের জন্য ফাইনাল মিস করেছিলেন তারা। এরপর এটাকে সিরিয়াস নিয়েছেন। এবারের ফাইনাল জিততে চান। যে কারণে পুরোপুরি ফিট হতে চান তিনি।       

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ট স ট চ য ম প য়নশ প র র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে

হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?

মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।

আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫

টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।

অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে