দিল্লি ক্যাপিটালসের মেন্টর হলেন কেভিন পিটারসেন
Published: 27th, February 2025 GMT
আসন্ন আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি তাকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে। ২০১৬ সালের পর আবারও আইপিএলে ফিরছেন তিনি, তবে এবার খেলোয়াড় নয়, দলের পরামর্শকের ভূমিকায়।
২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলেছেন পিটারসেন। এর মধ্যে দিল্লি ক্যাপিটালসের (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস) হয়ে ২০১৪ সালে অধিনায়কের দায়িত্বও পালন করেছিলেন। তবে তার নেতৃত্বে দল আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি, ১৪ ম্যাচের ১২টিতেই হার দেখে আসর শেষ করেছিল দিল্লি।
পিটারসেনের সঙ্গে দিল্লির সম্পর্ক বেশ পুরোনো। দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক জিএমআর কোম্পানির সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। গত বছর হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের মালিকানা কিনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের যৌথ মালিকানা রয়েছে জিএমআর ও জিএসডব্লিউ কোম্পানির হাতে। গত মৌসুমের পর এই দুই কোম্পানির মধ্যে চুক্তি হয়, যেখানে ২০২৭ সাল পর্যন্ত পুরুষ দলের দায়িত্ব থাকবে জিএমআরের হাতে, আর নারী দলের দায়িত্ব পরিচালনা করবে জিএসডব্লিউ। ধারণা করা হচ্ছে, পিটারসেনের মেন্টর হিসেবে নিয়োগ পাওয়ার পেছনে এই সংযোগও ভূমিকা রেখেছে।
আগামী ২২ মার্চ শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৮তম আসর। এখন পর্যন্ত শিরোপার স্বাদ না পাওয়া দিল্লি ক্যাপিটালস পিটারসেনের অভিজ্ঞতায় ভাগ্য বদলাতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।
.