শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দুই হাজার শিক্ষার্থীকে নিয়ে ইংরেজি শেখার প্রশিক্ষণ
Published: 1st, March 2025 GMT
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ইংরেজি শেখার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মসূচি চলে। প্রশিক্ষণ কর্মসূচির আয়োজক হিসেবে ছিলেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ইংলিশ স্কলার্স হান্ট’।
আয়োজকেরা জানান, সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইংলিশ স্কলার্স হান্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো.
আয়োজকেরা বলেন, দিনব্যাপী এই প্রশিক্ষণে পাঁচটি পর্ব ছিল। এর মধ্যে লিসেনিং ও পাবলিক স্পিকিং সেশন পরিচালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান টিটু, রিডিং সেশন নেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবা রহমান, স্পিকিং স্কিলস সেশন নেন সিলেটের আর্মি ইনস্টিটিউট অব বিজনেসের প্রভাষক মো. উদয় রহমান, ইংরেজি ব্যাকরণের সেশন পরিচালনা করেন ইংলিশ স্কলার্স হান্টের প্রতিষ্ঠাতা নাবিলা মেহেজাবীন ও রাইটিং সেশন পরিচালনা করেন স্কাইলার্ক ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা তাহিয়া তালবিয়া মিম।
দিনব্যাপী পাঁচটি সেশনে ইংরেজি শেখার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা