গাছ রক্ষায় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি
Published: 2nd, March 2025 GMT
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও গাছের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও আমাদের নগরে গাছ কেটে কেটে ভবন নির্মাণের প্রতিযোগিতা গড়ে উঠেছে।
বর্তমানে শহরজুড়ে যে গাছ গুলো রয়েছে সেই গাছ গুলোকে বিভিন্নভাবে নষ্ট করার কারণে সেই গাছগুলো প্রকৃতভাবে বেড়ে ওঠতে পারে না। সেই লক্ষ্যে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে যাতে যে গাছগুলো এখনো বেঁচে আছে সেই গাছগুলো স্বাবলীল ভাবে বেড়ে ওঠতে পারে।
রোববার (২ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসন, জেলা ও ঢাকা সামাজিক বন বিভাগের আয়োজনে শহরে মাসদাইর ঈদগাঁ মাঠ এলাকায় গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ঢাকা সমাজিক বন বিভাগ ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানার কর্মসূচির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক কাজী মাহিনুর রহমান, সহকারী বন সংরক্ষক জান্নাতুল ফেরদৌস, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
এ সময় ঢাকা সামাজিক বন বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা বলেন, গাছ আমাদের অপরিহার্য বিষয়। গাছ ছাড়া মানুষ থেকে শুরু করে কোনো প্রাণীকুল বাঁচতে পারে না। আমাদের উপলব্ধি করতে হবে গাছের একটা জীবন আছে এজীবন রক্ষা করলে আমরা গাছ থেকে অক্সিজেন পাবো।
পৃথিবীকে ভারসাম্য রাখতে গাছের ভূমিকা অপরিসীম। গাছের এই ভুমিকাকে প্রাধান্য দিয়ে মাননীয় উপদেষ্টা মহদায় গত ৩১ ডিসেম্বর গাছকে সুরক্ষা কর্মসুচি উদ্বোধন করেন।
উদ্বোধনের সাথে সাথে ফেব্রুয়ারি ২৬ তারিখ থেকে ২৯ জেলায় একমাস ব্যাপি এ কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম করা হয়েছে। বন অধিদপ্তর থেকে তারই ধারাবাহিকতা নারায়ণগঞ্জ জেলায় কর্মসূচি উদ্বোধন করলাম। এতে নারায়ণগঞ্জসহ আশেপাশে সকল গাছ থেকে পেরেক অপসারণ করে গাছকে সুরক্ষা করবো।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে ছাত্রলীগ ৩০-৪০ জন নেতাকর্মী মশাল হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত জেলা যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং মিছিলটি প্রতিহত করেন।
পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবিরসহ (১৫) মোট পাঁচজন কর্মীকে আটক করে পুলিশের কাছে দেয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার দ্রুত ঘটনাস্থলে যান এবং আটকদের হেফাজতে নেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যানও জব্দ করে।
এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পর তাদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।