আইসিসি টুর্নামেন্টের সেঞ্চুরি কিং রাচিন
Published: 5th, March 2025 GMT
আইসিসি টুর্নামেন্ট মানেই যেন নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি। ভারতীয় বংশোদ্ভূত এই বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার আইসিসির দুই ওয়ানডে টুর্নামেন্ট খেলেই পাঁচ সেঞ্চুরি করেছেন।
ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরিই আইসিসির টুর্নামেন্টে পাওয়া প্রথম ব্যাটার রাচিন। তিনি ভেঙেছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড। রিয়াদ তার ওয়ানডে ক্যারিয়ারে চার সেঞ্চুরি করেছেন। চারটিই তিনি পেয়েছেন আইসিসির টুর্নামেন্টে।
রাচিন রবীন্দ্র ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপে তিন সেঞ্চুরি করেছিলেন। মধ্যে আর কোন শতরানের ইনিংস আসেনি তার ব্যাট থেকে। কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে ইনজুরির কারণে খেলতে না পারা রাচিন দুই সেঞ্চুরি পেয়ে গেছেন।
ইনজুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেই দারুণ এক সেঞ্চুরি করেন কিউই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে অন্য সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকে। ৩২ ওয়ানডে ক্যারিয়ারে এটি রাচিনের পঞ্চম সেঞ্চুরি।
এর আগে বাংলাদেশের মাহমুদউল্লাহ ২০১৫ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছিলেন। আইসিসির টুর্নামেন্টে সেবারই প্রথম সেঞ্চুরি পেয়েছিল বাংলাদেশ। ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। ২০২৩ বিশ্বকাপেও সেঞ্চুরি পান রিয়াদ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আইস স র
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা/ইকবাল/মেহেদী