বাংলাদেশের স্বাধীনতা যারা অস্বীকার করেছিল, তাদের ভুলি নাই: জয়নুল আবদিন
Published: 6th, March 2025 GMT
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যাঁরা বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করেছিলেন, আমরা তাঁদের ভুলি নাই। জামায়াতের কতজন গ্রেপ্তার হয়েছেন? আপনারা যাদের সঙ্গে আঁতাত করতে চেয়েছিলেন, তাঁরা (আওয়ামী লীগ) তো এখন নেই। এখন নতুন করে ইউনূস সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনারা। দয়া করে ভুয়া আইডি, ফেসবুক বন্ধ করেন।’
গত বুধবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান প্রমুখ।
জামায়াতের উদ্দেশে জয়নুল আবদিন আরও বলেন, জামায়াত জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন চাইছে। সংসদ নির্বাচন হচ্ছে জনগণের অধিকার আদায়ের একমাত্র স্থান। তাই আগে দরকার জাতীয় সংসদ নির্বাচন।
জাতীয় নাগরিক পার্টির উদ্দেশে জয়নুল আবদিন বলেন, ‘আপনারা নতুন দল। গ্রামে আসেন। স্বাগত জানাই। দল করেন, নমিনেশন নেন। যাচাই করেন কত ভোট পাবেন।’
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের নির্দেশ মেনে আমরা এখনো আপনাদের সামনে উপস্থিত। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। আওয়ামী লীগের মামলায় ৪০ লাখ নেতা-কর্মী জেলে গিয়েছিল। এই ফকিরহাট থেকে অনেক নেতা হাজিরা দিতে মাইজদী গিয়ে কান্নায় চোখ ভাসিয়ে দিয়েছিল।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জয়ন ল আবদ ন ব এনপ র
এছাড়াও পড়ুন:
১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।