নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আজকের এই কর্মীসভায় আমাদের সহযোদ্ধা ভাইয়েরা চেয়েছেন মাদক মুক্ত একটি কমিটি। এই গোগনগর ইউনিয়ন মাদকের একটি বড় জনপদ। তাই বলতে চাই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা জাতীয়তাবাদী যুবদলের কোন জায়গা পাবে না।

আমরা প্রত্যেকটা নেতা সার্টিফিকেট পরীক্ষা করে দেখব। কার বিরুদ্ধে সার্টিফিকেট কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যদি মিথ্যা হয়ে থাকলে মুক্তি পাবেন, আর যদি সত্য হয়ে থাকে তাহলে যুবদলের জায়গা পাবেন না।

গোগনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ড ও ইউনিয়ন মিলিয়ে যদি আমি পাঁচজন করে নেতা ধরে তাহলে আপনারা ৫০ জন পাবেন। আপনারা সলিট লোক যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করে রাজপথে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন আমি কিন্তু অনেকেরই চিনি যারা আমাদের সাথে কাজ করেছেন। 
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাঁখার আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানার অন্তর্ভূক্ত গোগনগর ইউনিয়ন যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

শুক্রবার (৭ মার্চ) বিকেল তিনটায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গোগনগর ইউনিয়ন যুবদল নেতা মন্টু ও কাউসারের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মীসভার আয়োজন করা হয়। 

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও যুবদল থেকে শুরু করা অঙ্গ সংগঠনের যার বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা থেকে শুরু করে দল থেকে বহিষ্কার পর্যন্ত করছেন। তিনি এমন একজন নেতা তার নিজ দলের নেতাকর্মীকেও কিন্তু তিনি ক্ষমা করেন নাই।

যেই নেতাকর্মীরা দীর্ঘদিন দলের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকেও তিনি ক্ষমা করেন নাই। তাদের বিরুদ্ধে কিন্তু তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। শুধু তাই না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে কিন্তু তাদের বিরুদ্ধে কোন কোন জায়গায় মামলার ব্যবস্থা নেয়া হয়েছে।

সুতরাং আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে যান আপনার কোন অপরাধ অপকর্মের সাথে লিপ্ত হবেন না। যদি কোন অপরাধও অপকর্ম করেন তাহলে কিন্তু আপনাদেরকে যুবদলের জায়গা হবে না। আরো কিন্তু বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে তাদের দলে কিন্তু কোন অপরাধ করলে শাস্তির কোন ব্যবস্থা নেওয়া হয় না।

কিন্তু আজ পর্যন্ত সেই সব দলকে দেখে নিই সেসব দলের নেতাকর্মীরা উপকর্ম করেছে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দলে কেউ যদি কোন প্রকার অপকর্ম করেছে তাহলে তাদেরকে কিন্তু সাথে সাথে শাস্তির ব্যবস্থা দেওয়া হয়েছে। সুতরাং আপনারা কেউ কোনো অপকর্মের সাথে জড়িত হবে না।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দি দিবসে একটি কথা বলতে চাই। আমাদের এই মহান নেতাকে কারাগারে নিয়ে কিন্তু হত্যার চেষ্টা করা হয়েছিল। আমাদের নেতার কিন্তু কোমরের হাড় ভেঙ্গে দেওয়া হয়েছিল।

আল্লাহর অশেষ রহমতে উনি এই বন্দিশালা থেকে মুক্তি পেয়ে দীর্ঘ ১৭ টি বছর ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন।  তাই আমরা চাই আল্লাহ অতি দ্রুতই ওনাকে চিকিৎসার শেষে আমাদের মাঝে ফিরে আসুক। 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুবায়ের আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড.

শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র রহম ন য বদল র ল ইসল ম ব যবস থ অপকর ম ন ত কর র ম কর কর ম ক কর ম র আম দ র আপন র অপর ধ

এছাড়াও পড়ুন:

কমিউনিষ্ট পার্টির হাফিজের বিরুদ্ধে ইসমাইলের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলামের বিরুদ্ধে হুমকি ও মে দিবসের সমাবেশ বানচাল করার পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এবং ১০ টি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় জোট, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির অন্যতম শ্রমিক নেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক নেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল অভিযোগ তুলে বলেন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন দীর্ঘ ২০ বছর যাবত শ্রমিকদের ন্যায় সংঘত অধিকার আদায়ে দক্ষতা ও সুনামের সংগে দায়িত্ব শীল ভাবে আন্দোলন সংগ্রাম করে আসছে।

ফেডারেশনের পক্ষ থেকে মহান মে দিবস ও আমাদের শ্রমিক ফেডারেশনের সপ্তম জেলা সম্মেলন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চাষাড়া শহীদ মিনারে স্থান বরাদ্দের জনা যথানিয়মে আবেদন করিলে সিটি করোপরেশন লিখিতভাবে ১ মে, বৃহস্পতিবার, বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবহারের অনুমতি প্রদান করে এবং আমরা নির্ধারিত ফি প্রদান করি। 

তিনি বলেন, অতঃপর বিশিষ্ট কুট ব্যবসায়ী, পাথর ব্যবসায়ী ও কন্ট্রাকটার এবং কমিউনিস্ট পার্টি, নারায়ণগঞ্জ জেলার সভাপতি পদে থাকা মোঃ হাফিজ সে বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছে যে, গত ১৫ বছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তার কথায় চলেছে।

তার ক্ষমতা জোড়ে সমাবেশের স্থান বাতিল করে দিবে। আমাদের জেলার সম্মেলন তিনি অনুষ্ঠিত হতে দিবেন না। আমাদের শ্রমিক সম্মেলন বানচাল করে দিবেন। আমাদের জেলা সম্মেলন হতে দিবেন না। 

অতঃপর আমরা এবিষয়ে তার সংগে একাধিক বার যোগাযোগ করিলে সে নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের নাম ভাঙ্গিয়ে বলে শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের প্রোগাম করবে।

আমরা সাংস্কৃতিক জোটের সম্মানিত নেতৃবৃন্দের সংগে আলাপ করিয়া জানিতে পাড়ি সাংস্কৃতিক জোট এই ধরনের কোন প্রোগামের ঘোষনা দেয় নাই বা তাহারা সিটি কর্পোরেশনে এই জন্য কোন আবেদন করেন নাই। মোঃ হাফিজ এই বিষয়ে মিথ্যা প্রচারনা চালাচ্ছে। 

আমাদের ধারনা সে আমাদের শ্রমিক সম্মেলন বানচাল করিয়া উদ্দেশ্যমূলক ভাবে নারায়ণগঞ্জ শহরের শান্তি শৃংক্ষলা অবনতি ঘাটাইতে পারে। এবং সে এখনো একই স্থান বিনা অনুমোদিত সময়ে পোস্টার দিয়া প্রচার চালাইতেছে। 

উল্লেখ্য, তাহার এই কর্মকান্ড স্থগিত করার জন্য কমিউনিস্ট পার্টিসহ স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে অবগত করিলেও তাহার কর্মকান্ড স্থগিত করে নাই। যার কারনে আমাদের সংগঠনের পক্ষ থেকে গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ মডেল থানায় একটি জিডি এন্ট্রি করি, জিডি এন্ট্রি নং-১৫৩৯। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি নাজমূল হাসান নান্নু, জেলা কমিটির সভাপতি এফ এম আবু সাঈদসহ সংগঠনের নেতৃবৃন্দরা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর
  • অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
  • আজমির ওসমান বাহিনীর অন্যতম ক্যাডার মাসুম প্রকাশ্যে. আতঙ্ক
  • মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা 
  • নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তরুণের মৃত্যু
  • নারায়ণগঞ্জের কদম রসুল সেতুর সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবিতে স্মারকলিপি
  • কেউ অপকর্ম করতে চাইলে সরাসরি ধরে পুলিশের কাছে দেবেন: মির্জা ফখরুল
  • জেলা প্রশাসককে ২৪’র শহীদদের স্মারক দিল জামায়াত
  • কমিউনিষ্ট পার্টির হাফিজের বিরুদ্ধে ইসমাইলের সংবাদ সম্মেলন