ইউক্রেনের ওপর বৃহস্পতিবার রাতে বড় ধরনের হামলার পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে শুক্রবার লিখেছেন, “রাশিয়া এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের উপর প্রচণ্ড আক্রমণ চালাচ্ছে। এই সত্যের উপর ভিত্তি করে, আমি রাশিয়ার উপর বৃহৎ আকারের ব্যাংকিং নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের কথা দৃঢ়ভাবে বিবেচনা করছি যতক্ষণ না যুদ্ধবিরতি এবং শান্তির চূড়ান্ত নিষ্পত্তি চুক্তিতে পৌঁছানো হয়।”

রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, “রাশিয়া এবং ইউক্রেনের উদ্দেশ্যে বলছি, এখনই আলোচনার টেবিলে বসুন, অনেক দেরি হওয়ার আগেই। ধন্যবাদ!!!”

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ট্রাম্পের এই হুমকি অবশ্য নতুন কিছু নয়। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, পুতিন যুদ্ধ শেষ না করলে উচ্চ শুল্ক এবং আরো নিষেধাজ্ঞা আরোপ করবে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র ওপর

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ