গত দুদিন আগে সিদ্ধিরগঞ্জে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের দিন অস্ত্র হাতে গুলি ছোড়া সোহাগ বিএনপি ও ছাত্রদলের কেউ না বলে দাবি করেছেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর। তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, অস্ত্রধারী সোহাগ বিএনপি, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের কোনো পদে নেই কিংবা সে কখনোই বিএনপির রাজনীতিতে যুক্ত নয়। ছাত্রদল তথা বিএনপি কখনোই অস্ত্র ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। অস্ত্রধারী সোহাগকে দ্রুত গ্রেফতারের দাবিও জানান তিনি।

গতকাল শনিবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

সাগর এসময় বলেন, ঐদিন আমি ব্যক্তিগত কাজে সোনারগাঁয়ে অবস্থান করছিলাম। হঠাৎ আমি ফোন পাই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো.

মানিক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহনকে আওয়ামীলীগের অঙ্গসংগঠন যুবলীগের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মতিউর রহমান মতির সন্ত্রাসী বাহিনী রামদা-চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে রেখেছে। এই হামলায় অংশ নেয় পাবনাই বাবু, বুইট্টা রনিসহ আওয়ামীলীগের বিপুল সন্ত্রাসীরা। খবর পেয়ে আমি সরাসরি থানায় অবস্থান করি। এই সংঘর্ষে আমার কোনো সম্পৃক্ততা নেই।

ঘটনার সুত্রপাত সম্পর্কে তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতির অন্যতম সহযোগী, বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামী মোহাম্মদ মুন্নাকে এলাকায় দেখতে পেয়ে ছাত্রদলের নেতারা ধরে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে। তাকে থানায় হস্তান্তর করার কারণেই আওয়ামীলীগের সন্ত্রাসীরা ষড়যন্ত্রের ছক কষতে থাকে। এরই ধারাবাহিকতায় তারা সেদিন মোহন ও মানিকসহ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীদের উপর বর্বর হামলা চালায়। এই হামলার অন্যতম উদ্দেশ্য ছিলো, এই হামলায় ভয় পেয়ে বিএনপির আর কোনো নেতাকর্মী যাতে আওয়ামীলীগের সন্ত্রাসীদের দিকে চোখ তুলে তাকাতে না পারে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সংঘর্ষের দিন আহত হওয়া মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মানিক, সিফাতুর রহমান রাজু, সাবেক ১ম সহ-সাংগঠনিক সম্পাদক মোহন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি প্রমুখ। 


 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ছ ত র দল স দ ধ রগঞ জ থ ন ছ ত রদল র স ব ক আওয় ম ল গ র স ব ক সহ স ব এনপ

এছাড়াও পড়ুন:

বন্দর ২০নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ২০নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই ) বিকেল চারটায় সোনাকান্দা হেভেন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময় আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম ২০নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের কাছে তুলে দেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

বন্দর ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ, ২০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইসারুল হক রাহাত, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মাইলস্টোন স্কুলে হতাহতদের স্মরণে দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
  •  শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতা চান নাই : টিপু 
  • নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাথে গিয়াসউদ্দিনের মতবিনিময় সভা
  • সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের পরিচিতি সভা ও শপথ গ্রহণ  
  • বন্দর ২০নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ 
  • উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • সোনারগাঁয়ে মাদ্রাসায় কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন
  • ফতুল্লার  শিবু মার্কেট এলাকায় মাও. জব্বারের গণসংযোগ,: ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থী
  • সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে মাছের পোনা অবমুক্ত করলো বিএনপি
  • ‘এইচ টি ইমামের’ বন্ধ কারখানায় ডাকাতির চেষ্টা, আটক ৬