মাদারীপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, নিহত বেড়ে ৩
Published: 9th, March 2025 GMT
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত পলাশ সরদার (১৭) মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।
শনিবার (৮ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, বেলা ১১টার দিকে সংঘর্ষে দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদার ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদারের সঙ্গে একই এলাকার হোসেন সরদারের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে, শনিবার সাইফুল সরদারের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ খবর ছড়িয়ে পড়লে সাইফুলের ভাই আতাউর সরদার, অলিল সরদার ও তার পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা এগিয়ে এলে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সাইফুল ও তার আরো দুই ভাই বাড়ির সামনে একটি মসজিদে আশ্রয় নেন। পরে হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে তিন ভাইকে কুপিয়ে জখম করেন। এ সময় তাদের উদ্ধারে এগিয়ে এলে হামলায় আহত হন আরো দুজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুল-আতাউরের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহতাবস্থায় পলাশ সরদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘‘বালু ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পলাশ সরদার নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/বেলাল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল সরদ র স ঘর ষ
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫