নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাবিতে বিভিন্ন কর্মসূচি
Published: 9th, March 2025 GMT
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, মৌন মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচিতে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যাদের ধর্ষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা তারাই ধর্ষণ বাড়িয়ে দিচ্ছে। কেননা, তারা যথাযথভাবে কাজ করলে এ দেশে ধর্ষণ আজ এত বৃদ্ধি পেত না।”
আরো পড়ুন:
সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ
মাগুরার সেই শিশুকে সিএমএইচে স্থানান্তর
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নারীদের ওপর ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, দর্শন বিভাগ, সংস্কৃত বিভাগ, সংগীত বিভাগ, যোগাযোগ বৈকল্য বিভাগ, টেলিভিশন ও ফিল্ম, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগসহ অন্তত ২০টি বিভাগ ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা।
ক্লাস-পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মৌন মিছিল করেন শিক্ষার্থী।
বেলা ১১টার দিকে লোক প্রশাসন বিভাগ থেকে প্রথম মৌন মিছিল শুরু হয়। পরে স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মিছিল নিয়ে কেন্দ্রীয় পাঠাগারের সামনে সমবেত হতে দেখা যায়।
ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশেও বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা/সৌরভ/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের শ্রমিক সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এই সমাবেশ শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশ ঘিরে বেলা ১২টা থেকে রাজধানী এবং এর আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।
এদিকে সমাবেশ শুরুর আগে জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশন শুরু করেন। গানে অংশ নেন কণকচাঁপা, মৌসুমীসহ বেশ কয়েকজন শিল্পী।
এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীর রঙিন টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।