নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, মৌন মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচিতে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যাদের ধর্ষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা তারাই ধর্ষণ বাড়িয়ে দিচ্ছে। কেননা, তারা যথাযথভাবে কাজ করলে এ দেশে ধর্ষণ আজ এত বৃদ্ধি পেত না।”

আরো পড়ুন:

সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

মাগুরার সেই শিশুকে সিএমএইচে স্থানান্তর

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নারীদের ওপর ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, দর্শন বিভাগ, সংস্কৃত বিভাগ, সংগীত বিভাগ, যোগাযোগ বৈকল্য বিভাগ, টেলিভিশন ও ফিল্ম, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগসহ অন্তত ২০টি বিভাগ ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা।

ক্লাস-পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মৌন মিছিল করেন শিক্ষার্থী।

বেলা ১১টার দিকে লোক প্রশাসন বিভাগ থেকে প্রথম মৌন মিছিল শুরু হয়। পরে স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মিছিল নিয়ে কেন্দ্রীয় পাঠাগারের সামনে সমবেত হতে দেখা যায়।

ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশেও বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা/সৌরভ/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ