ভারতীয় বাংলা সিনেমার নায়ক জিৎ। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজে অর্জুন চরিত্রে অভিনয় করেছেন জিৎ। বরাবরের মতো এতে মারকাটারি অ্যাকশন লুকে দেখা যাবে তাকে। কয়েক দিন পরই মুক্তি পাবে এটি।

ওয়েব সিরিজের মুক্তি উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জিৎ। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, অনেকে মনে করেন সিনেমা বক্স অফিসে হিট হওয়ার জন্য কমার্শিয়াল নায়ক প্রয়োজন। আপনি নিজেও কমার্শিয়াল হিরো। বিষয়টি কীভাবে দেখেন?

এ প্রশ্নের জবাবে জিৎ বলেন, “আমার মনে হয় ভালো গল্প দরকার। দায় একা হিরোর হতে পারে না। ভালো গল্প হলে, সেই সিনেমা হিরো যেমন দাঁড় করাতে পারেন, তেমনি ভিলেনও পারেন।”

আরো পড়ুন:

নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী

আমি সৃজিতের হৃদয় ভেঙেছি: ঋতাভরী

খানিকটা ব্যাখ্যা করে জিৎ বলেন, “সিনেমায় উল্লেখযোগ্য কমিক চরিত্র থাকলে, তিনিও সিনেমা দাঁড় করিয়ে দিতে পারেন। নারী চরিত্ররাও পারেন। আসলে মনে রাখার মতো চরিত্র চাই। আমার বিশ্বাস, ভালো গল্পের বিকল্প আগেও ছিল না, এখনো নাই।”

ব্লকবাস্টার সিনেমার সংলাপও দর্শক মনে রাখেন। তা উল্লেখ করে জিৎ বলেন, “এমন অনেক ব্লকবাস্টার সিনেমা আছে, যার চরিত্রদের আমরা মনে রেখেছি। সেই চরিত্রের বলা কোনো একটি সংলাপ চিরস্মরণীয় হয়ে আছে।”

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজে জিতের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পূজা চোপড়া। এছাড়াও অভিনয় করেছেন— প্রসেনজিৎ চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, চিত্রাঙ্গদা সিং প্রমুখ। আগামী ২০ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

মামলা না নেওয়ায় ওসিকে চাকরি ছাড়তে বললেন বিএনপি নেতা

মামলা না নেওয়ায় মোবাইল ফোনে ওসিকে চাকরি ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের বকশীগঞ্জ পৌর বিএনপির এক নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত বিএনপি নেতা অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জামালপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)।

গত ১ মে জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ও বিএনপি নেতা আনিছুজ্জামানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওসি শাকের আহমেদ ও বিএনপি নেতা আনিছুজ্জামান গামার কথোপকথনে শোনা যায়, একটি মামলা রুজু না করাকে কেন্দ্র করে ওসিকে শাসাচ্ছেন ওই বিএনপি নেতা। এমনকি মামলা নেওয়ার জন্য ওসিকে চাপ প্রয়োগ করেন তিনি। বিএনপি নেতা ওসিকে হুমকি দিয়ে বলেন, মামলা নিতে না পারলে চাকরি ছেড়ে চলে যান।

জবাবে ওসিকে বলতে শোনা যায়- হুমকি দিয়েন না, আমি আপনারে ডরাই না, আমি আপনারে ডরাই না। আপনি বিএনপির নাম ভাঙ্গায়ে কোর্টে গিয়ে আওয়ামী লীগের লোকগুলারে বিএনপি বানায়ে জামিন করাচ্ছেন। আপনার তো অনেক ক্ষমতা, আদালতে গিয়ে মামলা করেন।

এ বিষয়ে বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা বলেন, বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালাগালি করার প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর করা হয়। দলের ছেলে মাইর খেয়েছে তাই মামলা নিতে বলেছি। তিনি মামলা নিতে গড়িমসি করছিলেন এবং আদালতে মামলা করতে বলেন। মামলা নিতে তাকে কোনও চাপ প্রয়োগ করা হয়নি। তিনি রেকর্ড করে তা ছড়িয়ে দিয়েছেন। এতে আমি বিচলিত নই, অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়।

হুমকির ঘটনায় ওসি শাকের আহমেদ জানিয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ করেছেন তিনি।

তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আইনশৃঙ্খলা রক্ষা, দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মামলা না নেওয়ার বিষয়টি সঠিক নয়। তিনি সিনিয়র একজন আইনজীবী ও বিএনপি নেতা হয়ে পুলিশের সাথে এমন আচরণ করতে পারেন না। তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে চাকরি ছাড়তে বলেন। তার আচরণ সরকারি কাজে বাধা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হওয়ার শামিল। বিষয় লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ