গল্প ভালো হলে ভিলেনও সিনেমা দাঁড় করাতে পারে: জিৎ
Published: 9th, March 2025 GMT
ভারতীয় বাংলা সিনেমার নায়ক জিৎ। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজে অর্জুন চরিত্রে অভিনয় করেছেন জিৎ। বরাবরের মতো এতে মারকাটারি অ্যাকশন লুকে দেখা যাবে তাকে। কয়েক দিন পরই মুক্তি পাবে এটি।
ওয়েব সিরিজের মুক্তি উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জিৎ। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, অনেকে মনে করেন সিনেমা বক্স অফিসে হিট হওয়ার জন্য কমার্শিয়াল নায়ক প্রয়োজন। আপনি নিজেও কমার্শিয়াল হিরো। বিষয়টি কীভাবে দেখেন?
এ প্রশ্নের জবাবে জিৎ বলেন, “আমার মনে হয় ভালো গল্প দরকার। দায় একা হিরোর হতে পারে না। ভালো গল্প হলে, সেই সিনেমা হিরো যেমন দাঁড় করাতে পারেন, তেমনি ভিলেনও পারেন।”
আরো পড়ুন:
নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী
আমি সৃজিতের হৃদয় ভেঙেছি: ঋতাভরী
খানিকটা ব্যাখ্যা করে জিৎ বলেন, “সিনেমায় উল্লেখযোগ্য কমিক চরিত্র থাকলে, তিনিও সিনেমা দাঁড় করিয়ে দিতে পারেন। নারী চরিত্ররাও পারেন। আসলে মনে রাখার মতো চরিত্র চাই। আমার বিশ্বাস, ভালো গল্পের বিকল্প আগেও ছিল না, এখনো নাই।”
ব্লকবাস্টার সিনেমার সংলাপও দর্শক মনে রাখেন। তা উল্লেখ করে জিৎ বলেন, “এমন অনেক ব্লকবাস্টার সিনেমা আছে, যার চরিত্রদের আমরা মনে রেখেছি। সেই চরিত্রের বলা কোনো একটি সংলাপ চিরস্মরণীয় হয়ে আছে।”
‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজে জিতের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পূজা চোপড়া। এছাড়াও অভিনয় করেছেন— প্রসেনজিৎ চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, চিত্রাঙ্গদা সিং প্রমুখ। আগামী ২০ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
ভবিষ্যতের এআই নিয়ে বিল গেটসের ভাবনা
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস পাঁচ দশক ধরে আলোচিত প্রযুক্তি ব্যক্তিত্ব। মাইক্রোসফটকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সফল প্রতিষ্ঠানে পরিণত করার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের বিজ্ঞান ও উদ্ভাবনসংক্রান্ত গবেষণার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন বিল গেটস। দীর্ঘ পেশাগত জীবনে বেশ কয়েকবার প্রযুক্তিনির্ভর ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। সম্প্রতি বিল গেটস সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে বেশ কিছু চমকপ্রদ ভাবনা প্রকাশ করেছেন। বিল গেটসের মতে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি মানুষকে আরও ভালোভাবে কাজ করার সুযোগ করে দিলেও সতর্ক থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরিবর্তন খুব দ্রুত আসবে, যে কারণে সবাইকে তৈরি থাকতে হবে।
বিল গেটস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি মানুষের দৈনন্দিন কিছু কাজ কমিয়ে দেবে। তবে মানুষ আর প্রযুক্তি দুনিয়া প্রস্তুত না থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে নতুন সমস্যা তৈরি হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে একটি ইতিবাচক পরিবর্তনও আসবে। এই প্রযুক্তি মানুষকে আরও ভালো কাজ করতে বা আরও বেশি সময় ছুটি কাটাতে সুযোগ করে দেবে।
আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) সম্পর্কে বিল গেটস জানান, এআইয়ের উন্নত একটি রূপ এজিআই। এই প্রযুক্তি বিক্রয় বা গ্রাহক সহায়তার মতো জটিল কাজ মানুষের চেয়ে ভালোভাবে করতে পারে। এজিআই মানুষের কাছে ভিন্ন জিনিস হলেও একবার যখন মেশিন এজিআই বুঝে যাবে তখন কম খরচে আরও নির্ভুলভাবে বিভিন্ন কাজ করা যাবে। তখন একটি বড় পরিবর্তন হবে।
আরও পড়ুননিজের যে সিদ্ধান্তের জন্য অনুতপ্ত বিল গেটস২৬ ফেব্রুয়ারি ২০২৫এআই প্রযুক্তি দ্রুতগতির পরিবর্তন দেখে বেশ অবাক বিল গেটস। তাই তিনি নিজে কঠিন সব বিষয় বোঝার জন্য এআইকেন্দ্রিক বিভিন্ন টুল ব্যবহার করেন। তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিল গেটস জানান, তরুণদের কৌতূহলী হতে হবে। বিভিন্ন এআই টুলের ব্যবহার শিখতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে তাল মিলিয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। যদিও সেই চলার পথে বাধা আসার আশঙ্কা রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরও পড়ুনযে পেশা ছাড়া প্রায় সব এআই দখল করে নেবে০২ এপ্রিল ২০২৫