রৌমারীতে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত আইয়ুব আলী ও শাহিনুর রহমান যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের মৃত আব্দুল গফ্ফারের ছেলে।

জানা গেছে, যাদুরচর মৌজার বাইমমারী এলাকায় ছয় শতাংশ জমি আরএস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত হয়। ওই জমি আগের মালিকের দখলে থাকা সত্ত্বেও সেখানে একটি মাদ্রাসা নির্মাণ করার জন্য বলা হয় স্থানীয়দের। এ সময় নির্মাণ করা হয় বাইমমারী সড়ক পাড়া হাফিজিয়া মাদ্রাসা। পরে প্রভাব খাটিয়ে দখল করে ওই খাস জমিতে বসতবাড়িসহ স্থাপনা নির্মাণ করেন আইয়ুব আলী ও শাহিনুর রহমান। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন স্থানীয়রা। তারপরও থেমে থাকেননি তারা। এ কারণে রোববার দুপুর ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (আজ) সকালে তাদের কুড়িগ্রাম আদালতে হাজির করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ