বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হলেন জিয়াউদ্দীন হায়দার
Published: 10th, March 2025 GMT
স্বাস্থ্য, পুষ্টি এবং উন্নয়নবিশেষজ্ঞ জিয়াউদ্দীন হায়দারকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য করেছে বিএনপি। সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ কথা জানিয়েছেন।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, জিয়াউদ্দীন হায়দার এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার ৩৫টির বেশি দেশে টেকসই স্বাস্থ্য, পুষ্টি এবং উন্নয়ন উদ্যোগে কাজ করেছেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগে, থাইল্যান্ডে খাদ্য ও কৃষি সংস্থায়, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়, সুইজারল্যান্ডে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন এবং অস্ট্রিয়ায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় কাজ করেছেন তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//