ছবির নিচে যদি কোনো বর্ণনা না থাকত আর তাহলে কেউ যদি এটাকে গ্রীষ্মের খরতাপে ফেটে চৌচির ফসলের মাঠ মনে করতেন, তাহলে কি তাঁকে দোষ দেওয়া যেত! ছবির নিচে বর্ণনা পড়ে এতক্ষণে অবশ্য বুঝে গেছেন এটা আসলে ঢাকার আর্মি স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাক।

কোনো অংশ ফেটে চৌচির, কোথাও উঁচু–নিচু, কোথাও আবার জোড়াতালি! আর্মি স্টেডিয়ামের এই ট্র্যাকেই চলছে জাতীয় অ্যাথলেটিকস ফেডারেশনের প্রশিক্ষণ ক্যাম্প। গতকাল এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা হয় ৪০০ মিটারে ১০ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়া জহির রায়হানের। কিছুটা অস্বস্তি নিয়ে নৌবাহিনীর এই অ্যাথলেট বললেন, ‘আমি সাউথ এশিয়ানের পাশাপাশি ইনডোরের জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে এমন ট্র্যাকে অনুশীলন করাটা বেশ ঝুঁকিপূর্ণ। তারপরও কিছু সাবধানতা মেনে আমরা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি। এভাবে কত দিন করতে পারব জানি না।’

যদ্দুর দেখলাম, ট্র্যাকের অবস্থা ভালো নয়। আমাদের মতো অ্যাথলেটদের এমন ট্র্যাকে দৌড়ানো খুবই কষ্টকর।ইসমাইল হোসেন, বাংলাদেশের দ্রুততম মানব ট্র্যাকের কিছু অংশ উঠে গেছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘কলিজা টেনে ছিঁড়ে ফেলা’র হুমকি দেওয়া বিএনপি নেতাকে নোটিশ 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জামায়াত নেতাকে হুমকী দেওয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখা।

বৃহষ্পতিবার (১ মে) কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে কারণ দর্শাতে বলা হয়।

নোটিশে বলা হয়, “সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আপনি প্রকাশ্যে হুমকি প্রদান, অসংলগ্ন ও উত্তেজনাপূর্ণ ভাষায় বক্তব্য প্রদান করছেন এবং একটি রাজনৈতিক দল সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্যও করেছেন। ভিডিওতে ব্যবহৃত ভাষা এবং বক্তব্য সামগ্রিকভাবে দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী।”

“এ কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হইলো।”

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিএনপি নেতা আনিছুর রহমানের অসঙ্গতিপূর্ণ কথা, হুমকি প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হলে জেলা বিএনপি তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের এসব কথার ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই ভিডিও নিয়ে চলে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা।

ছড়িয়ে পড়া ভিডিওতে রাজারহাট উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আনিছুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক রুবেলকে উদ্দেশ্য করে বলতে থাকেন, “কলিজা টানি ছিড়ি ফেলবো-একবারে টানি ছিড়ি ফেলবো তোমার। চেনো তুমি? এ চেনো! খুব পাওয়ার দেখাও, একবারে নিশ্চিহ্ন করে দেব তোমাক, চেনো বিএনপিকে? তোমার নামে আমি মামলা দেবো। আমি থানা যায়া ওখানে লিখবো, উয়াক অ্যারেস্ট করি দিয়ে তারপরে আমি আসবো।” 

এ বিষয়ে ভুক্তভোগী জামায়াত নেতা রুবেল মিয়া বলেন, “গত মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দামারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের কমিটি নিয়ে অভিভাবক সমাবেশে বিদ্যালয় কমিটির সভাপতি পদ নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে বিকেলে থানা মোড় এলাকায় আমায় ডেকে নিয়ে আনিছুর রহমানের নেতৃত্বে কয়েকজন আমাকে চড়থাপ্পড় মারেন। লাঞ্চিত ও গালিগালাজ করেন। এ বিষয়ে এখনো মামলা করিনি। তবে দলের (জামায়াতে ইসলামী) ঊর্ধ্বতন নেতা–কর্মীদের সঙ্গে আলোচনা করে মামলা করব।”

এ বিষয়ে জানতে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা/বাদশাহ্/এস

সম্পর্কিত নিবন্ধ