ঝুঁকিপূর্ণ ট্র্যাকে এ কেমন অনুশীলন ক্যাম্প অ্যাথলেটিকসে
Published: 11th, March 2025 GMT
ছবির নিচে যদি কোনো বর্ণনা না থাকত আর তাহলে কেউ যদি এটাকে গ্রীষ্মের খরতাপে ফেটে চৌচির ফসলের মাঠ মনে করতেন, তাহলে কি তাঁকে দোষ দেওয়া যেত! ছবির নিচে বর্ণনা পড়ে এতক্ষণে অবশ্য বুঝে গেছেন এটা আসলে ঢাকার আর্মি স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাক।
কোনো অংশ ফেটে চৌচির, কোথাও উঁচু–নিচু, কোথাও আবার জোড়াতালি! আর্মি স্টেডিয়ামের এই ট্র্যাকেই চলছে জাতীয় অ্যাথলেটিকস ফেডারেশনের প্রশিক্ষণ ক্যাম্প। গতকাল এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা হয় ৪০০ মিটারে ১০ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়া জহির রায়হানের। কিছুটা অস্বস্তি নিয়ে নৌবাহিনীর এই অ্যাথলেট বললেন, ‘আমি সাউথ এশিয়ানের পাশাপাশি ইনডোরের জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে এমন ট্র্যাকে অনুশীলন করাটা বেশ ঝুঁকিপূর্ণ। তারপরও কিছু সাবধানতা মেনে আমরা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি। এভাবে কত দিন করতে পারব জানি না।’
যদ্দুর দেখলাম, ট্র্যাকের অবস্থা ভালো নয়। আমাদের মতো অ্যাথলেটদের এমন ট্র্যাকে দৌড়ানো খুবই কষ্টকর।ইসমাইল হোসেন, বাংলাদেশের দ্রুততম মানব ট্র্যাকের কিছু অংশ উঠে গেছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে