রূপগঞ্জে অটোচালককে হত্যায় ৪ জনের যাবজ্জীবন
Published: 11th, March 2025 GMT
রূপগঞ্জে হাদী দাউদ নামে সিএনজিচালিত অটোরিকশার চালককে শ্বাসরোধে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ ছাড়া একই মামলার অন্য ধারায় তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোণার উত্তর বিশিউড়া এলাকার সারোজ আলীর ছেলে মো.
মঙ্গলবার (১১ মার্চ) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সামছুল আরেফিন টুটুল বলেন, ২০০৫ সালে রূপগঞ্জের আদুরিয়া এলাকায় আসামিরা যোগসাজশে সিএনজিচালিত অটোরিকশার চালক হাদী দাউকে নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করে।
পরে তাদের আচরণ সন্দেহ হলে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে রহস্য উন্মোচন করে। রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে