মৌসুমের শুরুতে দারুণ ছন্দে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তখন ভক্তরা বিরক্ত ছিল কিলিয়ান এমবাপ্পের ওপর। এখন আবার ছন্দে আছেন এমবাপ্পে। আলোও বেশি তার ওপর। এসব কারণে এমবাপ্পে-ভিনিসিয়াস-রদ্রিগো ও জুড বেলিংহামকে নিয়ে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ দুর্দান্ত হলেও ভিনি-এমবাপ্পের সম্পর্ক অত ভালো নয়।

সংবাদ মাধ্যম কাদেনা ছের এমনই দাবি করেছে। সংবাদ মাধ্যমের মতে, ভিনি ও এমবাপ্পের সম্পর্ক বেশ ভালো বলে প্রচার করা হয়। কিন্তু তাদের সম্পর্ক আসলে অত ভালো নয়। ভ্রাতৃত্বপূর্ণ তো নয়ই। ওই তুলনায় এমবাপ্পের সঙ্গে রদ্রিগো ও বেলিংহামের সম্পর্ক ভালো।

কাদেনা ছের-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিয়াল ভ্রাতৃত্বের গল্প বানিয়ে ভক্তদের খাওয়াতে চায়। আসলে তেমন ভ্রাতৃত্ব তাদের (ভিনি-এমবাপ্পে) মধ্যে নেই। তাদের সম্পর্ক যেমনটা দেখানো হয় অত ভালো নয়। আবার এত খারাপ নয় যে, একে অপরকে দেখতেই পারে না।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বেলিংহাম ও রদ্রিগোর সঙ্গে এমবাপ্পের সম্পর্ক খুব ভালো, ওই হিসেবে ভিনির সঙ্গে এমবাপ্পের সম্পর্ক কেবলই ভালো। তারা ভাইয়ের মতো নয়। তারা একে অপরকে ঘৃণা হয়তো করে না, কিন্তু সম্পর্ক আর্দশও নয়।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের মূল তারকা ছিলেন ভিনিসিয়াস। দারুণ মৌসুম কাটিয়ে ব্যালন ডি’অরের দাবিদার হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু এবার মোহামেদ সালাহ ও রাফিনিয়ার সঙ্গে ব্যালন ডি’অর দৌড়ে সমানে পাল্লা দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। তিনিই যে এখন লস ব্লাঙ্কোসদের মূল তারকা তা বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগে ভিনির রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনও উঠেছিল। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল য় ন এমব প প

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ