মৌসুমের শুরুতে দারুণ ছন্দে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তখন ভক্তরা বিরক্ত ছিল কিলিয়ান এমবাপ্পের ওপর। এখন আবার ছন্দে আছেন এমবাপ্পে। আলোও বেশি তার ওপর। এসব কারণে এমবাপ্পে-ভিনিসিয়াস-রদ্রিগো ও জুড বেলিংহামকে নিয়ে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ দুর্দান্ত হলেও ভিনি-এমবাপ্পের সম্পর্ক অত ভালো নয়।

সংবাদ মাধ্যম কাদেনা ছের এমনই দাবি করেছে। সংবাদ মাধ্যমের মতে, ভিনি ও এমবাপ্পের সম্পর্ক বেশ ভালো বলে প্রচার করা হয়। কিন্তু তাদের সম্পর্ক আসলে অত ভালো নয়। ভ্রাতৃত্বপূর্ণ তো নয়ই। ওই তুলনায় এমবাপ্পের সঙ্গে রদ্রিগো ও বেলিংহামের সম্পর্ক ভালো।

কাদেনা ছের-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিয়াল ভ্রাতৃত্বের গল্প বানিয়ে ভক্তদের খাওয়াতে চায়। আসলে তেমন ভ্রাতৃত্ব তাদের (ভিনি-এমবাপ্পে) মধ্যে নেই। তাদের সম্পর্ক যেমনটা দেখানো হয় অত ভালো নয়। আবার এত খারাপ নয় যে, একে অপরকে দেখতেই পারে না।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বেলিংহাম ও রদ্রিগোর সঙ্গে এমবাপ্পের সম্পর্ক খুব ভালো, ওই হিসেবে ভিনির সঙ্গে এমবাপ্পের সম্পর্ক কেবলই ভালো। তারা ভাইয়ের মতো নয়। তারা একে অপরকে ঘৃণা হয়তো করে না, কিন্তু সম্পর্ক আর্দশও নয়।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের মূল তারকা ছিলেন ভিনিসিয়াস। দারুণ মৌসুম কাটিয়ে ব্যালন ডি’অরের দাবিদার হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু এবার মোহামেদ সালাহ ও রাফিনিয়ার সঙ্গে ব্যালন ডি’অর দৌড়ে সমানে পাল্লা দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। তিনিই যে এখন লস ব্লাঙ্কোসদের মূল তারকা তা বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগে ভিনির রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনও উঠেছিল। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল য় ন এমব প প

এছাড়াও পড়ুন:

এক শো, দুই তারকা

টক শো সঞ্চালক হয়ে আসছেন নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় তারকা কাজল ও টুইংকেল খান্না। অ্যামাজন প্রাইম ভিডিওতে শিগগিরই শুরু হচ্ছে তাঁদের অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’। মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোয়ের ট্রেলার উন্মোচন হয়ে গেল গত সোমবার। শোয়ের ট্রেলারে দেখা গেছে বলিউডের প্রথম সারির অনেক তারকাকে। এক ঝলকেই উপস্থিত ছিলেন আমির খান-সালমান খান, গোবিন্দা-চাংকি পান্ডে, বরুণ ধাওয়ান-আলিয়া ভাট, ভিকি কৌশল-কৃতি শ্যানন, করণ জোহর-জাহ্নবী কাপুর। তবে শোয়ের নির্মাতারা জানিয়েছেন, এটি কেবলই ঝলক। পুরো শোতে অতিথির তালিকা হবে আরও সমৃদ্ধ।

ট্রেলার উন্মোচনের দিন কাজল ও টুইংকেলকে প্রাণবন্ত মেজাজে দেখা গেছে। সবচেয়ে আলোচনায় ছিল তাঁদের পরস্পরের আন্তরিক সম্পর্ক। মঞ্চে দাঁড়িয়ে টুইংকেল কাজলকে বন্ধু বলতে একেবারেই নারাজ। মজার ছলে জানান, ‘শোতে কাজলকে আমি বোন বলেছি। আমরা বন্ধু নই, আমরা বোন। আমরা একে অপরকে নিয়ে ঠাট্টা-তামাশা করি, বিদ্রুপও করি, আবার একই সঙ্গে একে অপরকে ভরসা দিই। এটাই আমাদের আসল বন্ডিং।’ টুইংকেলের কথা শুনে কাজলও হাসিমুখে তা সমর্থন করেন। দুজনের প্রাণবন্ত আড্ডা সেদিনই উপস্থিত দর্শকদের আশ্বস্ত করেছে যে টু মাচ হবে প্রাণখোলা হাসি-ঠাট্টায় ভরপুর।

মুম্বাইয়ের অনুষ্ঠানের প্রচারে কাজল ও টুইঙ্কেল খান্না। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • এক শো, দুই তারকা