মুন্সীগঞ্জের যুবদল নেতা হত্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে মানব
Published: 14th, March 2025 GMT
মুন্সীগঞ্জের আলোচিত যুবদল নেতা আবু ইলিয়াস শান্ত হত্যা মামলা থেকে শ্রমিক নেতার অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। মানববন্ধনে ফেডারেশনের সহ সভাপতি মো. গোলাম কিবরিয়া মিজিকে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবী করেন তারা।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকে এই কর্মসূচি পালন করে।
এসময় বক্তারা ফেডারেশনের সহ-সভাপতি মো.
মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি জাতীয় প্রেসক্লাব চত্বর হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. তাইজুল ইসলাম বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গত বছর (২০২৪) ১ নভেম্বর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার বকচর সংলগ্ন মেঘনা নদীতে স্পিড বোর্ড ও মাছ ধরার ট্রলারে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় ৫ স্পিড বোর্ডে থাকা ৫ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে যুবদল নেতা আবু ইলিয়াস শান্ত মারা যান। সেই ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রনোদিত সাজানো হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা।
ঢাকা/রতন/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্প-২ এ সংযুক্ত করার দাবিতে নিসচার মানববন্ধন
রাজধানী ঢাকার সাথে মেট্রোরেল প্রকল্প-২ এ নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
সকালে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জায়েদুল ইসলাম মিয়ার হাতে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড: হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হাসানউদৌলা, কার্যকরী সদস্য আনোয়ারুল ইসলাম, সদস্য আল আমিন, কাউসার আলম, ফারুক মৃধা, রফিকুল ইসলাম, ইব্রাহিম, রাজু আহাম্মদ, হুমায়ুন, কাকলী প্রমুখ।
মানববন্ধনে বক্তব্যরা বলেন, নারায়ণগঞ্জে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক গুণ বেশি। এখান থেকে প্রতিদিন ২ লাখেরও বেশি মানুষ ঢাকা যাতায়াত করে এবং ৫০ হাজার মানুষ কর্মের তাগিদে প্রতিদিন নারায়ণগঞ্জে আসেন।
"যে সক্রিয় লাইন আছে, সে লাইনে মাত্র ৪ লাখ যাত্রী যাতায়াতের জন্য মতিঝিল থেকে উত্তরা এমআরটি-৬ হতে পারে। তবে, ৩ লাখ মানুষের জন্য নারায়ণগঞ্জে এমআরটি-২ হতে পারবে না কেন?
কোন অজুহাতেই এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া যাবে না।’ প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।