ভুটানের লিগে খেলতে মাসুরা-রুপনাকে বাফুফের ছাড়পত্র
Published: 14th, March 2025 GMT
বিদেশি লিগে খেলার স্বপ্ন কার না থাকে! বাংলাদেশের নারী ফুটবলারদের তো আরও বেশি। প্রথমবারের মতো সেই স্বপ্ন পূরণ হতে চলেছে গোলরক্ষক রুপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীনের। দুজনই ভুটানের লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার কথা। এরই মধ্যে বাফুফে এই দুই খেলোয়াড়কে ভুটানের লিগে খেলার ছাড়পত্র দিয়েছে। সম্প্রতি নারী ফুটবলে বিদ্রোহ করা ১৮ খেলোয়াড়ের অন্যতম দুজন তাঁরা।
এ প্রসঙ্গে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘মাসুরা ও রুপনার ব্যাপারে ইতিবাচক সাড়াই দিয়েছি আমরা। ভুটান প্রথমে এই দুজনকে চায়। আমরা বলেছি, ঠিক আছে। পরে ওরা স্ট্রাইকার চায়। তবে এখনো কোনো নাম দেয়নি আমাদের কাছে।’ আগামী ১৫ এপ্রিল ভুটানের নারী লিগ শুরু হওয়ার কথা। এই লিগ প্রায় ৬ মাস ধরে চলে। বাংলাদেশের দুই খেলোয়াড় ঈদের আগেই থিম্পুতে যেতে পারেন। সেটা সম্ভব না হলে ঈদের পরে যেতে পারেন। ভুটানের লিগ চলাকালে এই খেলোয়াড়েরা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে তাঁরা ঢাকায় ফিরে আসবেন।
মাসুরা পারভীন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//