নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া দু’টি শর্টগান উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার গাজীপুরা এলাকায় একটি পুকুর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দু’টি শর্টগান ও ১৮ পিস গুলি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, শুক্রবার বিকেলে গাজীপুরা এলাকায় একটি পুকুরে আউয়াল মিয়া নামে এক কৃষক মাছ ধরতে গিয়ে ওই দু’টি অস্ত্র ও গুলি দেখতে পান।পরে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, এলাকার লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’টি অস্ত্র ও গুলি উদ্ধার করেছি। অনুমান করা যাচ্ছে অস্ত্রগুলো থানা থেকে লুট করা অস্ত্র। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকা/অনিক/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান

ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে

সম্পর্কিত নিবন্ধ