রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষে একটি লাইনচ্যুত, বগি ক্ষতিগ্রস্ত
Published: 15th, March 2025 GMT
রাজশাহী রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। এ ঘটনায় হতাহত না হলেও দুই ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শনিবার বেলা দুইটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের ওয়াশপিট এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আসছিল। এ সময় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।
সিগন্যালের সমস্যার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মঈন উদ্দীন আজাদ। তিনি বলেন, এতে কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেন উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার সময় উভয় ট্রেনেই কোনো যাত্রী ছিল না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র লওয়
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে