স্থানীয় একটি বাজারের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে টাঙানো ছিল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ছবিসংবলিত ব্যানার। ইউনিয়ন যুবদলের একটি অংশের নেতা সমিতির সভাপতি-সম্পাদককে ডেকে সেটি সরাতে বলেন। এরপর অনুসারীদের নিয়ে সেখান থেকে ফেরার পথে ওই যুবদল নেতা ও তাঁর অনুসারীদের সঙ্গে বিষয়টি নিয়ে তর্কাতর্কি হয় স্থানীয় বিএনপির আরেকটি পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে। তর্কাতর্কির একপর্যায়ে ওই যুবদল নেতা ও তাঁর অনুসারীদের ওপর হামলা করা হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবদলকর্মী নিহত হন। আহত হন আরও তিনজন।

গতকাল শনিবার রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আমির হাটবাজারে এ ঘটনা ঘটেছে। নিহত যুবদলকর্মীর নাম মোহাম্মদ কমর উদ্দিন (৩২)। তিনি হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের মুহাম্মদ আলীর ছেলে। তিনি দুই সন্তানের বাবা।

আহত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন তালুকদার (৪০), ওসমান গণি (৩৯) ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন (৪১)। তাঁরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে জামাল উদ্দিন তালুকদারের নেতৃত্বে কমরসহ ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীদের একটি দল আমিরহাট বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে যান। সেখানে স্থানীয় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিমের ছবিসংবলিত ব্যানার টাঙানো দেখে তা সরাতে বলেন জামাল উদ্দিন তালুকদার। সেখান থেকে বের হয়ে কিছুদূর যেতেই দলের প্রতিপক্ষের ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী জামাল উদ্দিন তালুকদার ও তাঁর অনুসারী নেতা-কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় চারজন আহত হন। এর মধ্যে কমর উদ্দিনকে আহত অবস্থায় গতকাল দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হামলায় আহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন হাসপাতাল থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা হয়েছে। কমরের মাথায় তিনটি দায়ের কোপ এবং পেটে দুটি ছুরিকাঘাত করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলাকে বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি পরে ঘটনাস্থলে গিয়েছি। সেখানে গিয়ে দেখি ৫০ থেকে ৬০ মানুষের মধ্যে মারামারি হচ্ছে। তাঁদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে মারামারির ঘটনা ঘটেছে। শুনেছি এর আগের রাতেও একই ধরনের ঝামেলা হয়েছিল।’

স্থানীয় বাসিন্দারা জানান, হলদিয়া ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে স্থানীয় সর্তা নদী থেকে বালু তোলা এবং পাহাড়-টিলা ও কৃষিজমির মাটি কাটা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলমা ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বাজারের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে টাঙানো সাবেক সংসদ সদস্যের ছবিসংবলিত ব্যানার সরানো নিয়ে স্থানীয় মহিউদ্দিন নামের এক বিএনপি নেতার অনুসারীদের সঙ্গে একই দলের আরেকটি পক্ষের মধ্যে মারামারিতে একজন নিহত হয়েছেন। দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র অন স র দ র কর ম দ র সদস য য বদল ব এনপ

এছাড়াও পড়ুন:

জোটেও নিজ দলের প্রতীকে নির্বাচনের বিধান রেখে আরপিও সংশোধন অধ্যাদেশ জারি

জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে, শেষ পর্যন্ত এমন বিধান যুক্ত করেই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার।

গতকাল সোমবার (৩ নভেম্বর) এই অধ্যাদেশ জারি করা হয়। এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জোট করলেও দলীয় প্রতীকেই নির্বাচন করা নিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। দলটি নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে তাদের আপত্তির কথা তুলে ধরে।

এরপর সরকার বিষয়টি বাদ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। তখন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সংশোধনের পক্ষে অবস্থান নেয়। শেষ পর্যন্ত ওই বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হলো।

সম্পর্কিত নিবন্ধ