আওয়ামী লীগের সাবেক এমপির ব্যানার সরাতে বলায় হামলা, যুবদলকর্মী নিহত
Published: 16th, March 2025 GMT
স্থানীয় একটি বাজারের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে টাঙানো ছিল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ছবিসংবলিত ব্যানার। ইউনিয়ন যুবদলের একটি অংশের নেতা সমিতির সভাপতি-সম্পাদককে ডেকে সেটি সরাতে বলেন। এরপর অনুসারীদের নিয়ে সেখান থেকে ফেরার পথে ওই যুবদল নেতা ও তাঁর অনুসারীদের সঙ্গে বিষয়টি নিয়ে তর্কাতর্কি হয় স্থানীয় বিএনপির আরেকটি পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে। তর্কাতর্কির একপর্যায়ে ওই যুবদল নেতা ও তাঁর অনুসারীদের ওপর হামলা করা হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবদলকর্মী নিহত হন। আহত হন আরও তিনজন।
গতকাল শনিবার রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আমির হাটবাজারে এ ঘটনা ঘটেছে। নিহত যুবদলকর্মীর নাম মোহাম্মদ কমর উদ্দিন (৩২)। তিনি হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের মুহাম্মদ আলীর ছেলে। তিনি দুই সন্তানের বাবা।
আহত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন তালুকদার (৪০), ওসমান গণি (৩৯) ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন (৪১)। তাঁরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে জামাল উদ্দিন তালুকদারের নেতৃত্বে কমরসহ ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীদের একটি দল আমিরহাট বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে যান। সেখানে স্থানীয় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিমের ছবিসংবলিত ব্যানার টাঙানো দেখে তা সরাতে বলেন জামাল উদ্দিন তালুকদার। সেখান থেকে বের হয়ে কিছুদূর যেতেই দলের প্রতিপক্ষের ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী জামাল উদ্দিন তালুকদার ও তাঁর অনুসারী নেতা-কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় চারজন আহত হন। এর মধ্যে কমর উদ্দিনকে আহত অবস্থায় গতকাল দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হামলায় আহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন হাসপাতাল থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা হয়েছে। কমরের মাথায় তিনটি দায়ের কোপ এবং পেটে দুটি ছুরিকাঘাত করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলাকে বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি পরে ঘটনাস্থলে গিয়েছি। সেখানে গিয়ে দেখি ৫০ থেকে ৬০ মানুষের মধ্যে মারামারি হচ্ছে। তাঁদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে মারামারির ঘটনা ঘটেছে। শুনেছি এর আগের রাতেও একই ধরনের ঝামেলা হয়েছিল।’
স্থানীয় বাসিন্দারা জানান, হলদিয়া ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে স্থানীয় সর্তা নদী থেকে বালু তোলা এবং পাহাড়-টিলা ও কৃষিজমির মাটি কাটা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলমা ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বাজারের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে টাঙানো সাবেক সংসদ সদস্যের ছবিসংবলিত ব্যানার সরানো নিয়ে স্থানীয় মহিউদ্দিন নামের এক বিএনপি নেতার অনুসারীদের সঙ্গে একই দলের আরেকটি পক্ষের মধ্যে মারামারিতে একজন নিহত হয়েছেন। দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র অন স র দ র কর ম দ র সদস য য বদল ব এনপ
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়