প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদের উন্নতির শিখরে তুলে দিতে হবে : পুলিশ সুপার
Published: 20th, October 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জসীম উদ্দীন বলেছেন, ধর্মীয় রীতি অনুযায়ী আজকে প্রদীপ প্রজ্বলন হবে কিন্তু আমি এখানে এসে দেখলাম অনেক আলো জ্বলছে। ছোট ছোট সোনা মনিরা তাদের মেধাকে কাজে লাগিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা করছে।
এখানে বাচ্চারা যেভাবে প্রতিযোগিতা করছে নিজেদের উপস্থাপন করছে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইলো। এভাবেই প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদের উন্নতির শিখরে তুলে দিতে হবে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপে শ্যামা পূজোর উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ইসরাত জাহান পিপিএম, লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস সহ অসংখ্য নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
৯ সচিব ও সিনিয়র সচিবকে বাধ্যতামূলক অবসর
এবার ৯ জন সচিব ও সিনিয়র সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর বিভিন্ন সময়ে তাঁদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছিল। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো সচিবেরা হলেন শফিউল আজিম, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, এ কে এম মতিউর রহমান, ফরিদ উদ্দিন আহমদ, মো. মিজানুর রহমান, মো. মনজুর হোসেন, মো. মশিউর রহমান ও মো. সামসুল আরেফিন।