পঙ্খিরানির পিঠে চড়ে একসময় আনন্দ পেত মানুষ। জনপ্রতি ২০ টাকা করে পেতেন পঙ্খিরানির মালিক মো. শরীফ। তবে ৪ মার্চ রাতে খামারে লাগা আগুনে পুড়ে গেছে পঙ্খিরানি। কিছু অংশে দগদগে ঘা হয়ে গেছে।

গতকাল শনিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দেখা গেল, সরকারি চিকিৎসক পঙ্খিরানির জন্য ব্যবস্থাপত্র লিখছেন। তাঁর সহযোগীদের কেউ কেউ ড্রেসিং করছেন। খাওয়ার স্যালাইন আনা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে সবুজ ঘাসের। মালিক মো.

শরীফ সেখানে রয়েছেন। চারপাশে উৎসুক জনতারও কমতি নেই।

এই পঙ্খিরানি একটি ঘোড়ার নাম। ঘোড়াটি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল। পঙ্খিরানির দুর্দশা দেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে মৌখিক নির্দেশনা পেয়ে ভেটেরিনারি চিকিৎসকেরা এসেছেন। গতকাল ঘোড়াটিকে ভিআইপি চিকিৎসা দেওয়া শুরু হয়েছে।

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দেখা গেল, সরকারি চিকিৎসক পঙ্খিরানির জন্য ব্যবস্থাপত্র লিখছেন। তাঁর সহযোগীদের কেউ কেউ ড্রেসিং করছেন। খাওয়ার স্যালাইন আনা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে সবুজ ঘাসের।

৪ মার্চের পর থেকে ঘোড়াটিকে ফেলে রাখা হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মাঠে। প্রথম দিকে মালিকও পাওয়া যাচ্ছিল না। ভাইরাল হওয়ার পর মালিকের খোঁজ পাওয়া গেছে। মালিক মো. শরীফ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছেই থাকেন। পঙ্খিরানির পিঠে মানুষ চড়িয়ে ব্যবসা করতেন; পাশাপাশি তিনি লেগুনা চালান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তা পঙ্খিরানির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। ঢাকা, ১৫ মার্চ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস থ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ