আসন্ন বর্ষার মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। 

সোমবার সকালে ডিএনসিসি কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।     

ডিএনসিসি প্রশাসক বলেন, মশক নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। তাই, জনসচেতনতা বৃদ্ধিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব।    

প্রশাসক আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন গণ-পরিসরগুলোতে মশক নিধনের আধুনিক ফাঁদ স্থাপন করা হবে।

তিনি বলেন, মশক নিধনে ডিএনসিসির ব্যবহৃত কীটনাশকগুলোর নিরপেক্ষ ল্যাবে কার্যকারিতা পরীক্ষা করা হবে।

গোল টেবিল বৈঠকে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো.

কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, বিভিন্ন সংস্থা থেকে আগত প্রতিনিধিগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এনস স ড এনস স র কর মকর ত

এছাড়াও পড়ুন:

জলাবদ্ধতা নিরসনে ফতুল্লায় জামায়াতের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জলাবদ্ধতা নিরসনে ফতুল্লা উত্তর থানা জামায়াতের  উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ফতুল্লা  ভূইগড় হাজী পান্দে আলী স্কুল সড়কে এ অভিযান পরিচালতি হয়। অভিযানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা কর্মী, জনপ্রতিনিধি, যুব সমাজ, স্বেচ্ছাসেবক কর্মীরা অংশগ্রহণ করেন।

অভিযানের অংশ হিসেবে ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

অভিযান উদ্বোধন করেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম এর সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার ।

তিনি বলেন, “জলাবদ্ধতা শহরবাসীর জন্য একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।” সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ফতুল্লা এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করে এলাকার জনপদকে একটি আধুনিক ও জলাবদ্ধতা মুক্ত জনপদে তৈরি করবো।

এসময় তিনি জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার আহবান জানান সবাইকে। 

ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম। 

এলাকার স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনার দাবি জানান।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জলাবদ্ধতা নিরসনে ফতুল্লায় জামায়াতের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান