Samakal:
2025-08-01@04:48:52 GMT

রাজবাড়ীতে সাংগঠনিক সভা

Published: 17th, March 2025 GMT

রাজবাড়ীতে সাংগঠনিক সভা

সুহৃদ সমাবেশের সাংগঠনিক আলোচনা ও ইফতার ১৪ মার্চ সমকাল জেলা প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল রবির পরিচালনায় রাজবাড়ীর সুহৃদরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সভায় রাজবাড়ী সুহৃদ সমাবেশের আগামীর কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, ‘রাজবাড়ীর সুহৃদরা সবসময় ভালো ও সৃজনশীল কাজ করে। পাঠচক্র এর মধ্যে অন্যতম। সম্প্রতি তারা বই পড়া কর্মসূচি শেষ করেছে। এতে শিক্ষার্থী-অভিভাবকদের ব্যাপক সাড়া মিলেছে। সুহৃদরা সবসময় ভালোর সঙ্গে থাকুক, ভালো কাজ করুক– এটাই আমার প্রত্যাশা।’ 
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও সুহৃদ উপদেষ্টা আহসান হাবীব, মুহাম্মদ সাইফুল্লাহ, আল মাহমুদ রঞ্জন, পাঠচক্র সম্পাদক আব্দুর রব সুমন প্রমুখ। 
সাংগঠনিক সভা শেষে সুহৃদ ও অতিথিরা একসঙ্গে ইফতার করেন। এতে যোগ দেন– রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, সুহৃদ উপদেষ্টা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়জুল হক কল্লোল, চিত্রশিল্পী রাজকুমার পাল, সাংবাদিক সুমন বিশ্বাস, ব্যবসায়ী মিজানুর রহমান, সুহৃদ নিলুফা আক্তার ইভা, সানজিদা ইয়াসমীন, অন্নি, অর্পা, মুন্নী, আব্দুল্লাহ আল মামুন, সাইমুম হোসেন, মিলন, সোহাগ, মানিক, শাহরিয়ার প্রধান প্রমুখ। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, রাজবাড়ী 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইফত র

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন

রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখা এ ম্যারাথনের আয়োজন করে।

ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা আজ ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।

অংশগ্রহণকারীরা বিনোদপুর থেকে শুরু হয়ে নগরের তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।

ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ। তাঁদের মধ্যে বেশি বয়সী নারীরাও অংশ নেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৮ বছর বয়সী পিয়ারুল ইসলাম বলেন, এ উদ্যোগ খুবই ভালো হয়েছে। অসুস্থমুক্ত জীবন গড়তে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। শারীরিক বিভিন্ন অ্যাকটিভিটিসের মধ্যে থাকলে সুস্থ জীবন গড়া যায়। এ বয়সে তাঁর কোনো ওষুধ লাগে না। তাঁরও অনেক সিনিয়র আছেন, কারও বয়স ৭৫, তাঁদেরও ওষুধ লাগে না। তাই এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সবাইকে উদ্ধুব্ধ করতে হবে। যাতে নিজেদের শরীরকে সব সময় উপযুক্ত রাখে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অনেক দিন পর তিনি দৌড়াবেন। সাধারণত দৌড়ানো হয় না। আজকের পর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে দৌড়াবেন।

স্থানীয় বাসিন্দা নাঈম হাসান বলেন, জুলাই গণ–অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়। এর মাধ্যমে এ দেশের মানুষ একটি নতুন নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। সেই নতুন নিশ্বাস নিয়ে ম্যারাথনে তিনি অংশ নিয়েছেন।

ম্যারাথন প্রতিযোগিতায় ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায়

সম্পর্কিত নিবন্ধ