Samakal:
2025-09-18@13:02:25 GMT

রাজবাড়ীতে সাংগঠনিক সভা

Published: 17th, March 2025 GMT

রাজবাড়ীতে সাংগঠনিক সভা

সুহৃদ সমাবেশের সাংগঠনিক আলোচনা ও ইফতার ১৪ মার্চ সমকাল জেলা প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল রবির পরিচালনায় রাজবাড়ীর সুহৃদরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সভায় রাজবাড়ী সুহৃদ সমাবেশের আগামীর কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, ‘রাজবাড়ীর সুহৃদরা সবসময় ভালো ও সৃজনশীল কাজ করে। পাঠচক্র এর মধ্যে অন্যতম। সম্প্রতি তারা বই পড়া কর্মসূচি শেষ করেছে। এতে শিক্ষার্থী-অভিভাবকদের ব্যাপক সাড়া মিলেছে। সুহৃদরা সবসময় ভালোর সঙ্গে থাকুক, ভালো কাজ করুক– এটাই আমার প্রত্যাশা।’ 
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও সুহৃদ উপদেষ্টা আহসান হাবীব, মুহাম্মদ সাইফুল্লাহ, আল মাহমুদ রঞ্জন, পাঠচক্র সম্পাদক আব্দুর রব সুমন প্রমুখ। 
সাংগঠনিক সভা শেষে সুহৃদ ও অতিথিরা একসঙ্গে ইফতার করেন। এতে যোগ দেন– রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, সুহৃদ উপদেষ্টা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়জুল হক কল্লোল, চিত্রশিল্পী রাজকুমার পাল, সাংবাদিক সুমন বিশ্বাস, ব্যবসায়ী মিজানুর রহমান, সুহৃদ নিলুফা আক্তার ইভা, সানজিদা ইয়াসমীন, অন্নি, অর্পা, মুন্নী, আব্দুল্লাহ আল মামুন, সাইমুম হোসেন, মিলন, সোহাগ, মানিক, শাহরিয়ার প্রধান প্রমুখ। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, রাজবাড়ী 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইফত র

এছাড়াও পড়ুন:

নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ

আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।

হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?

অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ