আগামী নির্বাচনে ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াসের স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত
Published: 18th, March 2025 GMT
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘স্বামীর আসনে’ প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেছেন, ‘আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে এম ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আমি আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’
গতকাল সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, এম ইলিয়াস আলী, তাঁর গাড়িচালক আনসার আলীসহ পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান কামনা করে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিলেট-২ আসনে টানা তিনবার নির্বাচন করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী বিজয়ী হন দুবার। বিএনপির প্রভাবশালী নেতা হওয়ার কারণেই আসনটি স্থানীয়ভাবে ‘ইলিয়াস আলীর আসন’ নামেই পরিচিতি পায়। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস। বিএনপির অভিযোগ, তাঁকে তৎকালীন আওয়ামী লীগ সরকার গুম করেছে।
ইলিয়াস আলী নিখোঁজের পর বিএনপি একবারই অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। ওই নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পান ইলিয়াস-পত্নী তাহসিনা রুশদীর লুনা। তবে সে সময় তাহসিনার প্রার্থিতা আদালতে স্থগিত হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হন গণফোরাম নেতা মোকাব্বির খান।
এদিকে গতকাল ইফতার মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তাহসিনা রুশদীর বলেন, ‘যাঁরা দীর্ঘদিন ধরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের শিকার হয়েছেন, তাঁদের আমাদের দল সর্বদা অগ্রাধিকার দেবে—এমনটাই বিশ্বাস করি। সাধারণ মানুষ বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বললেও স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাঁদের ওপর অত্যাচার-নিপীড়ন চালাত।’ তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের বাসিন্দারা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত বলে মন্তব্য করেন তাহসিনা রুশদীর। তিনি বলেন, ‘১৬ বছর ধরে আওয়ামী সরকার বাকশাল কায়েম করে দেশের জনগণের ওপর নির্যাতন চালিয়েছে। এমনকি এম ইলিয়াস আলীর মতো নেতাকেও গুম করেছে। এ ইউনিয়নের কৃতী সন্তান এম ইলিয়াস আলী গাড়িচালক আনসার আলীসহ অসংখ্য বিএনপি নেতা-কর্মীও স্বৈরাচারী সরকারের হাতে গুম হয়েছেন।’
ইফতার মাহফিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল গ সরক র ব এনপ র স সরক র র আওয় ম উপজ ল
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখা এ ম্যারাথনের আয়োজন করে।
ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা আজ ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।
অংশগ্রহণকারীরা বিনোদপুর থেকে শুরু হয়ে নগরের তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।
ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ। তাঁদের মধ্যে বেশি বয়সী নারীরাও অংশ নেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৮ বছর বয়সী পিয়ারুল ইসলাম বলেন, এ উদ্যোগ খুবই ভালো হয়েছে। অসুস্থমুক্ত জীবন গড়তে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। শারীরিক বিভিন্ন অ্যাকটিভিটিসের মধ্যে থাকলে সুস্থ জীবন গড়া যায়। এ বয়সে তাঁর কোনো ওষুধ লাগে না। তাঁরও অনেক সিনিয়র আছেন, কারও বয়স ৭৫, তাঁদেরও ওষুধ লাগে না। তাই এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সবাইকে উদ্ধুব্ধ করতে হবে। যাতে নিজেদের শরীরকে সব সময় উপযুক্ত রাখে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অনেক দিন পর তিনি দৌড়াবেন। সাধারণত দৌড়ানো হয় না। আজকের পর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে দৌড়াবেন।
স্থানীয় বাসিন্দা নাঈম হাসান বলেন, জুলাই গণ–অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়। এর মাধ্যমে এ দেশের মানুষ একটি নতুন নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। সেই নতুন নিশ্বাস নিয়ে ম্যারাথনে তিনি অংশ নিয়েছেন।
ম্যারাথন প্রতিযোগিতায় ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায়