টাঙ্গাইলের সখীপুরে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা বাড়ির কেয়ারটেকারকে হাত–পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।

ডাকাতি হয়েছে ওই গ্রামের নাজমুল হুদা ও কাজল আক্তার দম্পতির বাড়িতে। নাজমুল হুদা ঢনঢনিয়া ছোটচওনা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। কাজল আক্তার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নাজমুল শিক্ষকতার পাশাপাশি উপজেলার বড়চওনা বাজারে পোলট্রি খাদ্য ও ওষুধের ব্যবসা করেন।

নাজমুল হুদা স্ত্রী–সন্তান নিয়ে বড়চওনা বাজারের একটি বাসায় থাকেন। ডাকাতির খবর পেয়ে তিনি গতকাল রাতেই গ্রামের বাড়িতে যান। রাত পৌনে ১১টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, রাত সাড়ে সাতটার দিকে তাঁর বাবা মসজিদে তারাবিহর নামাজ পড়তে যান। তাঁর মা পাশের পুরোনো বাড়িতে গিয়েছিলেন। এ সময় বাড়িতে শুধু কেয়ারটেকার জয়ন্ত বর্মণ  ছিলেন। রাত পৌনে ৮টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে জয়ন্তকে খাটের সঙ্গে বেঁধে মুখে টেপ পেঁচিয়ে রাখে। ডাকাতেরা দুটি আলমারি ভেঙে লক্ষাধিক টাকা ও আনুমানিক ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

জয়ন্ত বর্মণ বলেন, ডাকাতদের হাতে ধারালো অস্ত্র ছিল। মুখে মাস্ক পরা ছিল। তাঁকে বাঁধার সময় একজন ডাকাত তাঁকে চড় থাপ্পড় মারে। ডাকাত দল বাড়িতে ঘণ্টাখানেক ছিল।

নামাজ শেষে নাজমুল হুদার বাবা বাড়িতে গিয়ে কেয়ারটেকারকে বাঁধা অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দুই মাস আগে আমাদের এ গ্রামে আবদুস সালাম নামের এক ব্যবসায়ী খুন হন। পুলিশ এখনো কোনো রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি। আবার সন্ধ্যা রাতে ডাকাতি হলো। এ অবস্থায় গ্রামের সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।’

ডাকাতির ঘটনার খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, রাতেই নাজমুল হুদা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৪ নভেম্বর ২০২৫)

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শুরু আজ। চ্যাম্পিয়নস লিগে আছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ ও পিএসজি-বায়ার্ন ম্যাচ।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

১ম ওয়ানডে

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
বিকেল ৪টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

নাপোলি-ফ্রাঙ্কফুর্ট
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ১

স্লাভিয়া প্রাগ-আর্সেনাল
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২

পিএসজি-বায়ার্ন
রাত ২টা, সনি স্পোর্টস ১

লিভারপুল-রিয়াল মাদ্রিদ
রাত ২টা, সনি স্পোর্টস ২

টটেনহাম-কোপেনহেগেন
রাত ২টা, সনি স্পোর্টস ৫

অ-১৭ বিশ্বকাপ ফুটবল

ব্রাজিল-হন্ডুরাস
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস
জার্মানি-কলম্বিয়া
রাত ৮-৪৫ মি., ফিফা প্লাস
ইংল্যান্ড-ভেনেজুয়েলা
রাত ৯-১৫ মি., ফিফা প্লাস

সম্পর্কিত নিবন্ধ