আবাহনীকে স্বস্তি দিয়ে সেঞ্চুরি নাজমুলের
Published: 18th, March 2025 GMT
লিজেন্ডস অব রূপগঞ্জ হেরে গেল আবার। তাদের হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে আবাহনী। মোহামেডানকে হারিয়ে দুই নম্বর জায়গাটাও ধরে রেখেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সও। মিরপুরের ম্যাচে ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জিতেছে প্রাইম ব্যাংক।
রূপগঞ্জকে হারিয়ে শীর্ষেই আবাহনীশীর্ষে আগেই ছিল আবাহনী। লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়ে তা আরেকটু পোক্ত করেছে ক্লাবটি। এ ম্যাচে তাদের জন্য স্বস্তির খবর, সেঞ্চুরি পেয়েছেন টুর্নামেন্টের শুরুর দিকে রান না পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন।
বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে আবাহনীর সামনে ৬ উইকেট হারিয়ে ২৯২ রানের লক্ষ্য দেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটির হয়ে হাফ সেঞ্চুরি পান সাইফ হাসান ও মাহমুদুল হাসান। ১০৩ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন সাইফ, ৫৪ বলে ৫৮ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। আবাহনীর হয়ে দুটি করে উইকেট নেন নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন।
আবাহনীর ফাস্ট বোলার নাহিদ রানা ২ উইকেট নিয়েছেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত