লিজেন্ডস অব রূপগঞ্জ হেরে গেল আবার। তাদের হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে আবাহনী। মোহামেডানকে হারিয়ে দুই নম্বর জায়গাটাও ধরে রেখেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সও। মিরপুরের ম্যাচে ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জিতেছে প্রাইম ব্যাংক।

রূপগঞ্জকে হারিয়ে শীর্ষেই আবাহনী

শীর্ষে আগেই ছিল আবাহনী। লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়ে তা আরেকটু পোক্ত করেছে ক্লাবটি। এ ম্যাচে তাদের জন্য স্বস্তির খবর, সেঞ্চুরি পেয়েছেন টুর্নামেন্টের শুরুর দিকে রান না পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন।

বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে আবাহনীর সামনে ৬ উইকেট হারিয়ে ২৯২ রানের লক্ষ্য দেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটির হয়ে হাফ সেঞ্চুরি পান সাইফ হাসান ও মাহমুদুল হাসান। ১০৩ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন সাইফ, ৫৪ বলে ৫৮ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। আবাহনীর হয়ে দুটি করে উইকেট নেন নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন।

আবাহনীর ফাস্ট বোলার নাহিদ রানা ২ উইকেট নিয়েছেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পগঞ জ উইক ট

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ