ঈদে হলের ছাত্রীদের দায় না নেওয়ার বিজ্ঞপ্তি, আলোচনা-সমালোচনা
Published: 19th, March 2025 GMT
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটির সময়ে হলে থাকা ছাত্রীদের কোনো দুর্ঘটনার জন্য হল কর্তৃপক্ষ দায়ী থাকবে না জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল কর্তৃপক্ষ এমন নির্দেশনা দেয়। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হলের আবাসিক ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, পবিত্র ঈদুল ফিতরের পূর্ণাঙ্গ ছুটি চলার সময়ে যাঁরা হলে থাকবেন, সে সময় কোনো ধরনের ঘটনা ও দুর্ঘটনার জন্য হল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উল্লেখ্য যে ২৭ মার্চ থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত কোনো ছাত্রী হলে থাকতে পারবেন না। যদি কেউ একান্তই থাকতে ইচ্ছুক হন, তাহলে নিজ দায়িত্বে থাকবেন ও অবশ্যই ২০ মার্চের আগে হল অফিসে আবেদন করতে হবে। সেই সঙ্গে নিজেদের অভিভাবকের কাছ থেকে প্রত্যয়নপত্র আনতে হবে। প্রত্যয়নপত্র ছাড়া কোনো ছাত্রী এই বন্ধে হলে অবস্থান করতে পারবেন না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেউ কেউ বিজ্ঞপ্তির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কঠোর সমালোচনা করে পোস্ট ও মন্তব্য করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপ ‘সাস্টিয়ান ভয়েস’-এ একাধিক শিক্ষার্থী বিজ্ঞপ্তির সমালোচনা করে পোস্ট দিয়েছেন।
বৃষ্টি আচার্য নামে ওই হলের এক শিক্ষার্থী বিজ্ঞপ্তিটিসহ পোস্ট দিয়ে লিখেছেন, ‘সব সময় পাহারাদার/গার্ড মামারা থাকা সত্ত্বেও হল কর্তৃপক্ষ ঈদের ছুটির সময়ে সেখানে অবস্থান করলে মেয়েদের কোনো রকম “ঘটনা/দুর্ঘটনার” দায় নেবেন না। অথচ বাসা দূরে হওয়ায় কিংবা পরীক্ষার প্রস্তুতি কারণে সব সময়ই কিছুসংখ্যক ছাত্রী হলে অবস্থান করেন। এ ছাড়া অনেক ডিপার্টমেন্টে ৯ এপ্রিল থেকে সেমিস্টার ফাইনাল শুরু, স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা ৪ থেকে ৫ তারিখ আসতে চাইবেন। কিন্তু এর জন্যও নাকি অভিভাবকের প্রত্যয়নপত্র লাগবে!! এখন ওনারা (কর্তৃপক্ষ) যদি নিরাপত্তার দায়িত্ব নিতে না–ই পারেন, একটা আবাসিক হলের দায়িত্বে আছেন কেন? আর হুট করে এমন দায়সারা নোটিশ আসলে মেয়েদের মধ্যে উৎকণ্ঠা বাড়িয়ে তুলেছে।.
এক পোস্টে মোহাম্মদ সজীব মোল্লা নামের এক শিক্ষার্থী লিখেছেন, ‘দায়িত্বই যদি না নিতে পারবে আর নিরাপত্তাই যদি না দিতে পারবে, তাহলে সেই পদে থাকার দরকার কী? ভাবতে অবাক লাগছে, এটা কি আদৌ বিশ্ববিদ্যালয়!’
এদিকে ভাইরাল বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের স্বাক্ষর না থাকলেও সেটি সঠিক বলে নিশ্চিত করেছেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ সৈয়দা সুলতানা পারভীন। বিজ্ঞপ্তি ও শিক্ষার্থীদের আলোচনা-সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হলের নিরাপত্তা ও সমস্যার বিষয়ে ছাত্রীরা যেভাবে ব্যাখ্যা করছে, বিষয়টি আসলে তেমন নয়। ছাত্রীদের সুবিধার জন্যই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ছাত্রীদের নিজেদের নিরাপত্তার বিষয়টি তাদের বোঝা উচিত। তবে বিজ্ঞপ্তিটিকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রী অযথাই বিষয়টিকে জটিল করেছে। তারা নিজেদের নিরাপত্তার বিষয়টি বুঝেনি।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির তথ্য
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা ২০২৫-২৬ অনুযায়ী একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় মোট ১ হাজার ৯০০ ছাত্রছাত্রী ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা—বাংলা মাধ্যমে শিক্ষার্থীদের জন্য:
১. বিজ্ঞান বিভাগ:
সাধারণ শিক্ষার্থীর জিপিএ ৫.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৪.৭২, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৪.৫০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ৪৪০টি, ছাত্র-দিবা- ৪৪০টি।
২. ব্যবসায় শিক্ষা বিভাগ:
সাধারণ শিক্ষার্থী জিপিএ ৪.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৩.৩৩, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৩.০০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ১৫০টি, ছাত্র-দিবা- ১৫০টি।
৩. মানবিক বিভাগ:
সাধারণ শিক্ষার্থী জিপিএ ৩.৭৮, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৩.০০, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৩.০০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ৯০টি, ছাত্র-দিবা- ৯০টি।
আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের জন্য:১. বিজ্ঞান বিভাগ:
সাধারণ শিক্ষার্থীর জিপিএ ৫.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৪.৭২, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৪.৫০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ২০০টি, ছাত্র-দিবা- ২০০টি।
২. ব্যবসায় শিক্ষা বিভাগ:
সাধারণ শিক্ষার্থী জিপিএ ৪.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৩.৩৩, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৩.০০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ৭০টি, ছাত্র-দিবা- ৭০টি।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫দরকারি তথ্য—১. আবেদনের সময় থানা ‘লালবাগ’ নির্বাচন করতে হবে।
২. আবেদন করা যাবে: ১১ আগস্ট ২০২৫ পর্যন্ত।
৩. ভর্তি: ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
৪. ক্লাস শুরু হবে: ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
৫. অনলাইনে আবেদনের পদ্ধতি: আবেদন ফি ২২০ টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ।
৬. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে পছন্দক্রমের তালিকায় অত্র কলেজকে অবশ্য ১ নম্বরে রাখতে হবে।
৭. বিশেষ নির্দেশনা: ১০ আগস্টের আগে নিজ নিজ ইউনিট হতে বিজিবি সন্তানের প্রত্যয়নপত্র প্রতিষ্ঠানের ১০১ নম্বর কক্ষে বা প্রতিষ্ঠানের ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। প্রত্যয়নপত্র প্রাপ্তি সাপেক্ষে প্রতিষ্ঠান কর্তৃক SQ কোটা নিশ্চায়ন করা হবে। প্রত্যয়নপত্রে অবশ্যই শিক্ষা বোর্ডের নাম, এসএসসি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল ফোন নম্বর উল্লেখ থাকতে হবে। নিশ্চায়ন ব্যতীত SQ কোটায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, আসন ২৩৯০টি২৯ জুলাই ২০২৫