শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, বৃদ্ধকে পুলিশে দিল এলাকাবাসী
Published: 19th, March 2025 GMT
পাবনার চাটমোহরে খেলার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী শিশুকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে শমসের আলী (৭০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় রাতেই বাদী হয়ে থানায় মামলা করেছেন শিশুটির মা।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে ঘটনাটি ঘটে।
চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, “শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত বৃদ্ধকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৯ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
আরো পড়ুন:
১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস বাবর
ইনু-মেনন-আনিসুল-দীপু মণি-সাদেক খানের আবার রিমান্ড
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় প্রতিবেশী (সম্পর্কে দাদা) শমসের আলী শিশুটিকে খেলার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। এসময় বাড়িতে কেউ ছিল না। শমসের আলী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার দিলে লোকজনের ভয়ে পালিয়ে যান শমসের আলী।
শিশুটি পরে বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে ঘটনাটি জানায়। এলাকার লোকজন বৃদ্ধ শমসের আলীকে ধরে মারধরের পর পুলিশে সোপর্দ করে।
ঢাকা/বাদল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ মারা গেছেন
ছবি: সংগৃহীত