রাশিয়ার সঙ্গে যুদ্ধে শিগগিরই জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে একটি চুক্তি বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তবে মস্কো যদি সীমিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে, তবে ইউক্রেন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুঁশিয়ার করেছেন জেলেনস্কি।

হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্‌বিতণ্ডার পর গতকাল বুধবার প্রথমবারের মতো দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়।

জেলেনস্কি বলেছেন, কিয়েভ কয়েকটি অবকাঠামোর তালিকা করেছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় সম্ভাব্য যে যুদ্ধবিরতি আলোচনা চলছে, সেখানে ওই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।

ওই তালিকায় শুধু জ্বালানি অবকাঠামো নয়, বরং রেল ও বন্দর অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কির সঙ্গে আলাপের এক দিন আগেই পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। ওই আলাপে পুতিন জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিত রাখতে রাজি হয়েছেন।

জেলেনস্কি বলেছেন, ‘আমি বুঝতে পেরেছি, আমরা (রাশিয়ার সঙ্গে) যতক্ষণ পর্যন্ত একমত না হব, যতক্ষণ পর্যন্ত না আংশিকভাবে হলেও একটি লিখিত যুদ্ধবিরতি না হবে, আমার মনে হয় সবকিছু উড়বে।’

ওড়া বলতে জেলেনস্কি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের কথা বুঝিয়েছেন।

আরও পড়ুনযুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিলেন জেলেনস্কি১০ ঘণ্টা আগে

গতকাল বুধবার অনলাইনে সাংবাদিকদের সঙ্গে ওই ব্রিফিংয়ে জেলেনস্কিকে ক্লান্ত দেখাচ্ছিল। তিনি ট্রাম্পের সঙ্গে তাঁর ফোনালাপ সম্পর্কে বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে এবারই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক কথা বলেছেন। তিনি আরও বলেছেন, তিনি এ সময় কোনো চাপ অনুভব করেননি।

ট্রাম্প ইউক্রেন সফরে আসুক—এমনটি তিনি এখনো চান কি না, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, তিনি চান এবং তিনি বিশ্বাস করেন, মার্কিন প্রেসিডেন্টের সফর যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে তাঁকে সাহায্য করবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবক ঠ ম ইউক র ন বল ছ ন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ