১৯তম জন্মদিনের আগের দিন মারা গেলেন চীনের ফুটবলার
Published: 20th, March 2025 GMT
আজ তাঁর ১৯তম জন্মদিন। সব ঠিক থাকলে পরিবার বা সতীর্থদের সঙ্গে নিশ্চয় দিনটি উদ্যাপন করতেন। কিন্তু যাঁর কথা বলা হচ্ছে, সেই মানুষটা আর বেঁচে নেই।
গতকাল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চীনের ফুটবলার গুয়ো জিয়াশুয়ান। তরুণ এই ডিফেন্ডার খেলতেন চায়নিজ সুপার লিগের ক্লাব বেইজিং গুয়োয়ানে। ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেন তিনি। একই বছর চীন অনূর্ধ্ব–১৭ দল ও জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখের ওয়ার্ল্ড স্কোয়াডের হয়েও খেলেছেন। বেইজিং গুয়োয়ান ও বায়ার্ন মিউনিখ—দুটি ক্লাবই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
গত ৬ ফেব্রুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে বেইজিং অনূর্ধ্ব–২০ দল ও স্থানীয় ক্লাব রায়ো সিউদাদ আলকোবেন্দাসের মধ্যকার অনুশীলন ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর আঘাত পান জিয়াশুয়ান। তখন থেকে তিনি কোমায় চলে যান। পরবর্তী সময়ে তাঁকে বেইজিংয়ের তিয়ানতান হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরও পড়ুনএক মিনিট নীরবতা পালনের পর ক্লাব জানতে পারল খেলোয়াড়টি মারা যাননি ১৮ মার্চ ২০২৫বেইজিং গুয়োয়ান জানিয়েছে, তারা এই শোকাবহ পরিস্থিতি সঠিকভাবে সামলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং গুয়ো জিয়াশুয়ানের পরিবারকে সব ধরনের সহাযোগিতা করবে।
মাথায় আঘাত পাওয়ার পর কোমায় চলে যান গুয়ো জিয়াশুয়ান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫