Samakal:
2025-05-01@03:25:49 GMT

১৫ বছর পর ফের বালাম-ন্যান্সি

Published: 20th, March 2025 GMT

১৫ বছর পর ফের বালাম-ন্যান্সি

‘কমন জেন্ডার’ ছবিতে সর্বশেষ একসঙ্গে প্লেব্যাক করেছিলেন গায়ক বালাম ও ন্যান্সি। সিনেমাটি মুক্তি পায়  ২০১২ সালের ২২ জুন। সিনেমা মুক্তিরও কয়েক বছর আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তারা। এরপর কেটে গেছে ১৫ বছর। কোনো গানে একসঙ্গে প্লেব্যাক করা হয়নি এই দুই শিল্পীর। তবে মাঝে একটি এনজিওর সচেতনতামূলক ভিডিওতে কাজ হয়েছে তাদের। কিন্তু সিনেমা, নাটক কিংবা ওয়েব ফিল্মে দেখা যায়নি।

একসঙ্গে দেখা না গেলেও উভয় সিনেমার প্লেব্যাকে আলাদা আলাদা ব্যস্ততা রয়েছে। সেই ব্যস্ততা এবার একসঙ্গে মিলল। নির্মাতা কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্মে প্লেব্যাক করেছেন তারা।  গানটির শিরোনাম ‘মায়া মায়া লাগে’। আসিফ ইকবালের কথায় গানটির মিউজিক করেছেন আকাশ সেন।

গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, বালাম ভাই তো দারুণ একজন গায়ক। আমরা সর্বশেষ কমন জেন্ডার সিনেমায় গেয়েছিলাম। মাঝে বালাম ভাই আর আমি একটি প্রতিষ্ঠানের হেপাটাইটিস বি’র সচেতনতামূলক ভিডিওতে কাজ করেছি। কিন্তু আমি আর বালাম ভাই একসঙ্গে ওই রকমভাবে গান করা প্রায় দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর। যদিও গানটির ভয়েস দেওয়ার সময় আমাদের দেখা হয়নি। আলাদা আলাদা ভয়েস নেওয়া হয়েছে। কিন্তু ভালো লাগছে দীর্ঘদিন পর ফের আমার আর বালাম ভাইয়ের একসঙ্গে গান আসায়। দারুণ রোমান্টিক একটি গান। আমার বিশ্বাস, গানটি দর্শকদের কাছে দারুণ পছন্দের হবে।

বালাম বলেন, ‘দীর্ঘদিন পর আমি আর ন্যান্সি একসঙ্গে প্লেব্যাক করলাম। ন্যান্সি তো অসাধারণ গায়। এবারের গানটিও দারুণ হয়েছে। পিউর রোমান্টিক একটি গান। দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

‘হাউ সুইট’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব-ফারিণ। ‘মায়া মায়া লাগে’ তারাই পারফর্ম করেছেন।  ফিল্মটিতে আরও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ল ব য ক কর একসঙ গ কর ছ ন

এছাড়াও পড়ুন:

বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করার নির্দেশনা চেয়ারম্যানের

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সংস্থাটির সবাইকে একত্রিত থাকার অনুরোধ জানিয়েছেন। কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক সভায় তিনি এ অনুরোধ জানান।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের পুঁজিবাজার ও অর্থনীতিসহ জাতীয় স্বার্থ বিবেচনায় এই সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে পরিপূর্ণ দায়িত্বশীল হয়ে ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। সভায় কর্মকর্তাদের দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।

কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সততার সঙ্গে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সবাই একসঙ্গে কাজ করলে বিএসইসির কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।

বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা আগের সব ভুলভ্রান্তি ভুলে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কমিশনের বিভিন্ন সমস্যার সুরাহা করার বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীদের আশ্বাস দেন তাঁরা।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কমিশনের সঙ্গে পূর্ণ উদ্যম ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আগে সাকিব ভাই করতেন, এখন আমাদের দায়িত্ব আরও বেশি’
  • বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করার নির্দেশনা চেয়ারম্যানের
  • নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, ব্যবস্থা নেবে প্রশাসন