Prothomalo:
2025-05-01@02:45:39 GMT

ঠান্ডা মেজাজের শিমু

Published: 21st, March 2025 GMT

প্রচারণায় একের পর এক চমক দেখাচ্ছে ‘চক্কর ৩০২’। পরিচালক শরাফ আহমেদের জীবনের হাত চেয়ারের সঙ্গে বেঁধে, মুখ টেপ দিয়ে আটকিয়ে সিনেমা মুক্তির ঘোষণা দেন প্রধান অভিনেতা মোশাররফ করিম। সেই অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রশংসা পায়। পরে সিনেমার টিজার প্রকাশ পায়। সম্প্রতি আলোচনায় এসেছে সিনেমার গান। রাজ্জাক দেওয়ানের লেখা ‘কাউয়া নাকি কমলা খাইতে জানে না’ গানটি প্রশংসা পাচ্ছে। এটি গেয়েছেন কাজল দেওয়ান।

ইতিমধ্যে সিনেমার অভিনয়শিল্পীদের আলাদা ক্যারেক্টার পোস্টারও প্রকাশ পেয়েছে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার, রওনক হাসান, সুমন আনোয়ার, শাশ্বত দত্ত। তবে সিনেমায় চমক হিসেবে রয়েছে মূল অভিনেত্রী। জানা যায়, মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।

রিকিতা নন্দিনী শিমু। শিল্পীর সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ