প্রচারণায় একের পর এক চমক দেখাচ্ছে ‘চক্কর ৩০২’। পরিচালক শরাফ আহমেদের জীবনের হাত চেয়ারের সঙ্গে বেঁধে, মুখ টেপ দিয়ে আটকিয়ে সিনেমা মুক্তির ঘোষণা দেন প্রধান অভিনেতা মোশাররফ করিম। সেই অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রশংসা পায়। পরে সিনেমার টিজার প্রকাশ পায়। সম্প্রতি আলোচনায় এসেছে সিনেমার গান। রাজ্জাক দেওয়ানের লেখা ‘কাউয়া নাকি কমলা খাইতে জানে না’ গানটি প্রশংসা পাচ্ছে। এটি গেয়েছেন কাজল দেওয়ান।
ইতিমধ্যে সিনেমার অভিনয়শিল্পীদের আলাদা ক্যারেক্টার পোস্টারও প্রকাশ পেয়েছে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার, রওনক হাসান, সুমন আনোয়ার, শাশ্বত দত্ত। তবে সিনেমায় চমক হিসেবে রয়েছে মূল অভিনেত্রী। জানা যায়, মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।
রিকিতা নন্দিনী শিমু। শিল্পীর সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দাঁড়িয়ে ছিলাম, এক অটো এসে ধাক্কা দিয়েছে
আগের পর্বআরও পড়ুনআমি মোটেও তেল দেওয়ার জন্য কথাটা বলি নাই৩১ জুলাই ২০২৫