কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে সিএনজিচালিত গাড়ি গতিরোধ করে যাত্রীদের অপহরণের সময় ৩ ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার পর টেকনাফ সদরের মুন্ডার ডেইল এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, টেকনাফ সদরের দরগার ছড়া এলাকার মো. রাকিব (২৪), ও একই ইউনিয়নের হাতিয়ার ঘোনা ৩ নম্বর ওয়ার্ডের মো.

রুবেল (৩০) টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ৪ নম্বর ওয়ার্ডের ওমর ফারুক (২৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।

ভুক্তভোগীর বরাত দিয়ে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, গাড়ি গতিরোধ করে ছিনতাই শেষে অপহরণের চেষ্টা করা হয় যাত্রীদের। এসময় যাত্রীরা চিৎকার করলে স্থানীয় জনতা ৩ ডাকাতকে ধরে ফেলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল ওই তিন জনকে আটক করে। এসময় ডাকাতদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে ব্যাটরিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ পণ্ড, আটক ৩

চট্টগ্রাম মহানগরীর দেওয়ান হাট এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এসময় সেখান থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের নেতাসহ তিনজন আটক হন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে ঘটনাটি ঘটে বলে জানান ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, রাস্তা বন্ধ করে সমাবেশ করার কোনো অনুমতি ছিল না। এ কারণে পুলিশ তাদের সরিয়ে দেয়।

আরো পড়ুন:

মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না: আইজিপি

দুই কিশোরীকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় দম্পতি গ্রেপ্তার 

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’ ৭ দফা দাবি আদায়ে নগরীর দেওয়ান হাট এলাকায় সমাবেশ আয়োজন করে। পূর্বানুমতি না থাকায় পুলিশ সমাবেশ করতে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করার চেষ্টা করেন পরিষদের সদস্যরা। এসময় পুলিশ তিনজনকে আটক করে। 

ওসি কাজী রফিকুল ইসলাম বলেন, “অনুমতি ছাড়াই ব্যাটারি রিকশা শ্রমিকদের ব্যানারে সমাবেশ করার চেষ্টা করা হয়েছিল। রাস্তা বন্ধ করে এই সমাবেশ করার কোনো অনুমতি ছিল না। ফলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশের কাজে বাধা দিয়ে সমাবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।” 

তিনি আরো বলেন, “আটককৃতদের মধ্যে হালিশহর থানায় হওয়া একটি মামলার আসামিও আছেন। তার নাম জয়। তিনি ওই সংগঠনের আহ্বায়ক। বাকিদের বিরুদ্ধে মামলা আছে কি-না তা যাচাই বাছাই করা হচ্ছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
  • ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইসূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
  • আগারগাঁওয়ে সেনা অভিযানে অপহৃত ৪ কিশোর উদ্ধার
  • চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
  • গাইবান্ধায় বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত আটক
  • মাও. রইস এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ
  • আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ
  • চট্টগ্রামে ব্যাটরিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ পণ্ড, আটক ৩
  • ৭ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে ফটক সভা
  • অপহরণে বাঁধা দেওয়ায় যুবককে গুলি করে হত্যা, আটক ৩