টেকনাফে অপহরণের সময় তিন ডাকাতকে ধরল জনতা
Published: 23rd, March 2025 GMT
কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে সিএনজিচালিত গাড়ি গতিরোধ করে যাত্রীদের অপহরণের সময় ৩ ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।
শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার পর টেকনাফ সদরের মুন্ডার ডেইল এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, টেকনাফ সদরের দরগার ছড়া এলাকার মো. রাকিব (২৪), ও একই ইউনিয়নের হাতিয়ার ঘোনা ৩ নম্বর ওয়ার্ডের মো.
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।
ভুক্তভোগীর বরাত দিয়ে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, গাড়ি গতিরোধ করে ছিনতাই শেষে অপহরণের চেষ্টা করা হয় যাত্রীদের। এসময় যাত্রীরা চিৎকার করলে স্থানীয় জনতা ৩ ডাকাতকে ধরে ফেলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল ওই তিন জনকে আটক করে। এসময় ডাকাতদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।
মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।