বগুড়ার শেরপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে আকবর আলী (৫৫) নামের এক গ্রাম্য কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার ধড়মোকাম উত্তরপাড়া গ্রামের চারমাথা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আকবর ধড়মোকাম দক্ষিণপাড়ার বাসিন্দা। এ হত্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন শ্রমিক লীগ সহসভাপতি আব্দুল লতিফের (২৮) নাম এসেছে। ঘটনার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন। 

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আবদুল লতিফের সঙ্গে আকবর আলীকে একটি চায়ের দোকানে দেখা যায়। এর পর রাত ১১টার দিকে ধড়মোকাম সড়কের চারমাথায় দু’জনকে ধস্তাধস্তি করতে দেখেন গ্রামের কয়েকজন। তারা এগিয়ে গেলে লতিফ সটকে পড়েন। ওই সময় আকবর রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান। এর পর পরিবারের লোকজন গিয়ে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে  চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন।

আকবরের ছেলে শাহজামাল মিয়া বলেন, লতিফের ফোন পেয়ে রাতে বাবা বাড়ি থেকে বেরিয়ে যান। কিছু সময় পর একজন প্রতিবেশী এসে জানান, বাবা আহত হয়ে সড়কের ওপর পড়ে আছেন। সেখানে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তিনি কিছু একটা বলতে চেয়েছিলেন, কিন্তু বলতে পারেননি। 

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রামদা, ঘাতকের মোবাইল ফোন ও চাদর জব্দ করা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য

এছাড়াও পড়ুন:

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।

গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।

সম্পর্কিত নিবন্ধ

  • বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ২২ কোম্পানির শেয়ার ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের ও গোলাম আকবর
  • গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ