বাড়ি থেকে ডেকে নিয়ে কবিরাজকে কুপিয়ে হত্যা
Published: 23rd, March 2025 GMT
বগুড়ার শেরপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে আকবর আলী (৫৫) নামের এক গ্রাম্য কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার ধড়মোকাম উত্তরপাড়া গ্রামের চারমাথা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আকবর ধড়মোকাম দক্ষিণপাড়ার বাসিন্দা। এ হত্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন শ্রমিক লীগ সহসভাপতি আব্দুল লতিফের (২৮) নাম এসেছে। ঘটনার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আবদুল লতিফের সঙ্গে আকবর আলীকে একটি চায়ের দোকানে দেখা যায়। এর পর রাত ১১টার দিকে ধড়মোকাম সড়কের চারমাথায় দু’জনকে ধস্তাধস্তি করতে দেখেন গ্রামের কয়েকজন। তারা এগিয়ে গেলে লতিফ সটকে পড়েন। ওই সময় আকবর রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান। এর পর পরিবারের লোকজন গিয়ে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন।
আকবরের ছেলে শাহজামাল মিয়া বলেন, লতিফের ফোন পেয়ে রাতে বাবা বাড়ি থেকে বেরিয়ে যান। কিছু সময় পর একজন প্রতিবেশী এসে জানান, বাবা আহত হয়ে সড়কের ওপর পড়ে আছেন। সেখানে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তিনি কিছু একটা বলতে চেয়েছিলেন, কিন্তু বলতে পারেননি।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রামদা, ঘাতকের মোবাইল ফোন ও চাদর জব্দ করা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হত য
এছাড়াও পড়ুন:
খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক
খুলনায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ বোতল বিশেষ ধরনের মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) কেএমপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেল প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন নুরনগর মেইন রোড সংলগ্ন জনৈক আকবর মুন্সির বাড়িতে অভিযান চালায়।
এসময় ওই বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কালাম সরদারের (৩৫) ঘরের খাটের নিচ থেকে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আবুল কালাম সরদারকে আটক করা হয়। সে বরিশালের নলছিটি উপজেলার ভাঙ্গা দেওলা গ্রামের মৃত আমির আলী সরদারের পুত্র।
কেএমপির মিডিয়া সেলের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মেদ বলেন, “আটককৃত আবুল কালাম সরদার নগরীর নুরনগর মেইন রোড এলাকার মো. আকবর মুন্সির বাড়িতে ভাড়াটিয়া থেকে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
ঢাকা/নুরুজ্জামান/এস