নির্মাতা এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। ২৪ মার্চ ইউ গ্রেডে (ইউনিভার্সাল গ্রেড) মুক্তির অনুমতি পেয়েছে সিয়াম আহমেদ, বুবলী ও দিঘী জুটির সিনেমাটি। 

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার অভি সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঈদের সিনেমা হিসেবে এই ছবিটিই প্রথম আনকাট সেন্সর ছাড়পত্র পেল। ফলে সব বয়সীরাই দেখতে পারবেন সিনেমাটি।’

সেন্সর সার্টিফিকেট হাতে পেয়ে সিনেমার প্রযোজক অভি বলেন, “ঈদের সিনেমা হিসেবে প্রথম বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘জংলি’। পাশাপাশি সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। এই ছবিতে সিয়াম আহমেদ যে পরিশ্রম করেছেন তা দেখেও মুগ্ধতা প্রকাশ করেছেন তারা। আমার বিশ্বাস সিনেমা হলে জংলি দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারবে “

সিয়াম আহমেদ, বুবলী ও দিঘী ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

ছবিটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স য় ম আহম দ ব বল কর ছ ন

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ